ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিজয়কে আরেকবার সুযোগ দেওয়ার পক্ষে বাশার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাতীয় দলে বারবার ব্যর্থতা সত্ত্বেও ওপেনার এনামুল হক বিজয়কে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। গল টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন বিজয়। তবে বাশার মনে করেন, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই বিজয়ের জাতীয় দলে জায়গা পাওয়া প্রাপ্য।

বিজ্ঞাপন

বাশার বলেন, জনপ্রিয়তা দিয়ে কেউ দলে ঢোকে না। বিজয় পারফর্ম করেই এসেছে। ওর লাল বলের রেকর্ডও ভালো। ঘরোয়া ক্রিকেটে খুলনার হয়ে নিয়মিত রান করে। তবে জাতীয় দলে সেটা মেলে ধরতে পারেনি, তাই বলে একেবারে ছেঁটে ফেলা ঠিক না। আমার মতে, ও আরেকটা সুযোগ ডিজার্ভ করে।

বাশার আরও যোগ করেন,শান্তকে ওপেনিংয়ে খেলানোর প্রস্তাব ছিল, কিন্তু আমি কঠোরভাবে বিরোধিতা করেছি। ওপেনিং একটা বিশেষায়িত জায়গা সেখানে ওপেনারদেরই খেলানো উচিত।

বিজ্ঞাপন

নাহিদ রানার প্রসঙ্গে বাশার বলেন, গল টেস্টের উইকেটে বেশি পেস থাকার কারণে ব্যাটাররা ওর শর্ট বল সহজে খেলেছে। এটা তার জন্য শিখার জায়গা। লেন্থ বুঝে বল করতে শিখে গেলে ভবিষ্যতে অনেক ভালো করবে। নাহিদ আমাদের জন্য ভবিষ্যতের বড় সম্পদ।

আরও পড়ুন

বাশারের মতে, তরুণ খেলোয়াড়দের কিছুটা সময় ও সুযোগ দেওয়াই উচিত। এখনই হারিয়ে ফেললে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |