ফিফা ক্লাব বিশ্বকাপে নাটকীয় এক ম্যাচে ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই ড্রয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ১৬তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করেন তাদেও অ্যালেন্ডে। বিরতির পর ৬৫ মিনিটে সুয়ারেজ নিজেই ব্যবধান দ্বিগুণ করেন।
তবে ম্যাচের শেষ দিকে ফিরে আসে পালমেইরাস। ৮০ মিনিটে গোল করেন পাউলিনহো। এরপর ৮৭ মিনিটে সমতায় ফেরান মাউরিসিও। ২-২ গোলে ড্র হওয়া এই ম্যাচে পালমেইরাস গ্রুপ চ্যাম্পিয়ন আর মায়ামি রানার্স আপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
গ্রুপের অন্য ম্যাচে আল আহলি ও পোর্তোর ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্রয়ে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়েছে।
আরটিভি/এসকে