ঢাকা

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১২:২৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে নাটকীয় এক ম্যাচে ব্রাজিলের পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই ড্রয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বিজ্ঞাপন

হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ১৬তম মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করেন তাদেও অ্যালেন্ডে। বিরতির পর ৬৫ মিনিটে সুয়ারেজ নিজেই ব্যবধান দ্বিগুণ করেন।

তবে ম্যাচের শেষ দিকে ফিরে আসে পালমেইরাস। ৮০ মিনিটে গোল করেন পাউলিনহো। এরপর ৮৭ মিনিটে সমতায় ফেরান মাউরিসিও। ২-২ গোলে ড্র হওয়া এই ম্যাচে পালমেইরাস গ্রুপ চ্যাম্পিয়ন আর মায়ামি রানার্স আপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

গ্রুপের অন্য ম্যাচে আল আহলি ও পোর্তোর ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্রয়ে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |