ভারতের সাবেক স্পিনার দীলিপ দোশীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ৭৭ বছর বয়সে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই ক্লাসিক বাঁহাতি স্পিনার ছিলেন ক্রিকেট-ভক্তদের কাছে বুদ্ধিদীপ্ত বোলিংয়ের প্রতীক।
মাত্র ৩২ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক, কিন্তু ৩৩ টেস্টে ১১৪ উইকেট আর ১৫ ওয়ানডেতে ২২ উইকেট তুলে নেওয়া একজন প্রভাবশালী বোলারের নাম হয়ে উঠেছিলেন দোশী। মাঠে চশমা পরে বোলিং করার কারণে তার আলাদা একটা পরিচিতি ছিল।
৮১ সালের মেলবোর্ন টেস্টে ভাঙা আঙুল নিয়েও বল করে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন, যা এখনো স্মরণীয়। ক্রিকেটের বাইরেও মিক জ্যাগারের মতো ব্যক্তিত্বের সঙ্গে বন্ধুত্ব ও তাঁর চিন্তাশীলতা তাঁকে একজন ব্যতিক্রমী মানুষ হিসেবে গড়ে তোলে।
তার আত্মজীবনী ‘Spin Punch’–এ নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি খোলামেলাভাবে তুলে ধরেছিলেন। দোশীর মতো ক্রিকেটারদের চলে যাওয়া শুধু একটা প্রজন্মের শেষ নয়, বরং চিন্তা ও শৈলীর এক অনন্য অধ্যায়ের পরিসমাপ্তি।
তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি রইল গভীর সমবেদনা।
আরটিভি/এসকে