ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

টেস্টে জো রুটের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৫:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট শুধু ব্যাট হাতে নয়, এবার ইতিহাস গড়েছেন ফিল্ডিংয়েও। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচটিতে নিজের ২১০তম ক্যাচটি নিয়ে ক্যাচসংখ্যার দিক থেকে রুট এখন যৌথভাবে শীর্ষে। তবে দ্রাবিড় যেখানে এই মাইলফলকে পৌঁছেছিলেন ৩০১ ইনিংসে, সেখানে রুট করেছেন মাত্র ২৯৩ ইনিংসে—যা এই কীর্তিকে আরও বিশাল করে তোলে। 

সেরা ক্যাচ সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে (২০৫), চতুর্থ স্থানে স্টিভ স্মিথ (২০০*) এবং পঞ্চম স্থানে জ্যাক ক্যালিস (২০০)। 

বিজ্ঞাপন

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে রুটের কাছাকাছি কেবল স্মিথ। তবে শীর্ষে উঠতে তার আরও দরকার ১১ ক্যাচ। ব্যাটিংয়েও ইতিহাস গড়ার পথে রয়েছেন রুট। টেস্টে বর্তমানে তিনি সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম। মাত্র ৩৪৫ রান করলেই টপকে যাবেন দ্রাবিড়, ক্যালিস ও পন্টিংকে। তখন তার সামনে থাকবে কেবল শচীন টেন্ডুলকারের নাম।

টেস্টে সর্বোচ্চ ক্যাচ (ফিল্ডার):
- ২১০* - জো রুট (২৯৩ ইনিংস)  
- ২১০ - রাহুল দ্রাবিড় (৩০১ ইনিংস)  
- ২০৫ - মাহেলা জয়াবর্ধনে (২৭০ ইনিংস)  
- ২০০* - স্টিভ স্মিথ (২২৩ ইনিংস)  
- ২০০ - জ্যাক ক্যালিস (৩১৫ ইনিংস)

আরও পড়ুন

রুটের এই অসাধারণ রেকর্ড ফিল্ডিং দক্ষতার পাশাপাশি তার ধারাবাহিকতারও এক বড় প্রমাণ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |