ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মিয়ানমার পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৪:৫৪ পিএম


loading/img
ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছেন ঋতুপর্ণারা। বাংলাদেশ সময় দুপুর ১টায় নারী ফুটবল দল মিয়ানমারের ইয়াঙ্গুনে হোটেলে পৌঁছায়।মঙ্গলবার (২৪ জুন) ভোররাত পৌনে ৩টায় বাংলাদেশ দল থাই এয়ারওয়েজে রওনা হয়। থাই এয়ারওয়েজের ফ্লাইট থাইল্যান্ড সময় ভোর ৬টায় ব্যাংকক পৌঁছায়। সেখানে ৩ ঘণ্টা যাত্রাবিরতির পর মিয়ানমারের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ পৌঁছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঘণ্টা দেড়েক পর নির্ধারিত হোটেলে যান বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ জুন। ৪ দিন আগেই বাংলাদেশ দল মিয়ানমারে পা রেখেছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন। এই চার দলের মধ্যে গ্রুপ সেরা দলই কেবল আগামী বছর নারী এশিয়ান কাপ খেলার সুযোগ পাবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |