দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে জিম্বাবুয়ে। আর এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী বেভন জ্যাকবস। তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের ক্লাব অকল্যান্ড এসেসে খেলেন। আর গত নভেম্বরের পর আবারও কিউই দলে ডাক পেয়েছেন পেসার অ্যাডাম মিলনে।
সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দারুণ পারফর্ম করে আবারও নিউজিল্যান্ডের দলে ডাক পেয়েছেন তিনি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনজুরিতে পড়া কিউই পেসার ম্যাট হেনরিও দলে ফিরেছেন।
মিচেল স্যান্টনারের নেতৃত্বে কিউই দলে পরিচিত সকল ক্রিকেটারই জায়গা পেয়েছেন। বড় খেলোয়াড়দের মধ্যে দলে জায়গা হয়নি কেন উইলিয়ামসনের।
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড
মিচ স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ইশ সোধি, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও রচিন রবীন্দ্র।
আরটিভি/এসআর