ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৫:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দুর্ভাগ্যজনক এক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। হাত ভেঙে গুরুতর চোট পেয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বেকহ্যামের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বেকহ্যাম। তার ডান হাত স্লিং পাউচে বাঁধা, পরনে হাসপাতালের গাউন। সঙ্গে সংযুক্ত রয়েছে চিকিৎসা-সহায়ক যন্ত্রপাতিও।

বিজ্ঞাপন

ভিক্টোরিয়া বেকহ্যাম ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন,দ্রুত সুস্থ হয়ে ওঠো, ড্যাডি। তার আরেকটি পোস্টে বেকহ্যামের হাতে থাকা একটি ব্রেসলেট চোখে পড়ে, যার পুঁতিতে লেখা,শিগগির সুস্থ হয়ে ওঠো। মাত্র কদিন আগেই ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হয়েছিলেন  বেকহ্যাম।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে বা তার চোট কতটা গুরুতর—সেসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বেকহ্যাম দম্পতি বা হাসপাতাল কর্তৃপক্ষ। ফুটবলপ্রেমীরা দ্রুত সুস্থতা কামনা করছেন জনপ্রিয় এই তারকার জন্য।

আরও পড়ুন

উল্লেখ্য, ডেভিড বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও পিএসজির মতো ক্লাবে খেলেছেন। ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে খেলেছেন ১১৫ ম্যাচ, করেছেন ১৭ গোল। তার বাঁক খাওয়ানো ফ্রি-কিক আজও ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছে। এছাড়া, লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মালিকানার অংশীদার ডেভিড বেকহ্যাম।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |