ইংল্যান্ড সফরে ভারতের উইকেটকিপার ব্যাটার কেএল রাহুলের প্রস্তুতি যেন একটু বেশিই খুঁতখুঁতে। দলের সঙ্গে হেডিংলি থেকে বার্মিংহামে যাওয়ার সময় অনেক ক্রিকেটার বালিশ নিলেও রাহুল এগিয়ে গেলেন আরও এক ধাপ—নিজের তোশক নিয়েই পৌঁছে গেলেন ইংল্যান্ডে!
জানা গেছে, ইংল্যান্ডের হোটেলগুলোর বিছানার তোশক সাধারণত অনেক বেশি নরম হয়, যা অনেক ভারতীয় খেলোয়াড়ের ঘুমে ব্যাঘাত ঘটায়। আর ঘুম নিয়ে কোনো আপস করতে চান না রাহুল। তাই নিজের আরামের তোশক সঙ্গে নিয়ে সফরে গিয়েছেন তিনি।
শুধু তোশক নয়, পুরো ইংল্যান্ড সফর নিয়ে শুরু থেকেই আলাদা মনোযোগ দিচ্ছেন রাহুল। প্রস্তুতির জন্য সফরের আগেই ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মাঠের পারফরম্যান্সের মতোই মাঠের বাইরেও নিজের যত্ন নিতে ভুলছেন না এই তারকা ব্যাটার।
রাহুলের দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি বলেছিলেন, আমার মনে আছে ইংল্যান্ড সিরিজের আগে, রাহুল আমাকে বলেছিল, এই দলটার জন্য আমি থাকতে চাই। ও আগেই ইংল্যান্ড চলে যেতে চেয়েছিল। ওর চোখে ভালো কিছু করার স্বপ্ন দেখেছিলাম।
আরটিভি/এসকে