ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

বরিশালে বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৫:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশক ধরে খেলাধুলা বন্ধ রয়েছে বরিশাল স্টেডিয়ামে। তবে চলতি বছরেই বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন করার কথা জানিয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও বরিশালের ক্রিকেটের প্রতি অবিচার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বিসিসির নতুন সভাপতি বুলবুল। 

তিনি বলেন, স্থানীয় লিগ আয়োজন না করে বরিশালের ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়েছে। ১০ বছরে বরিশালে এক-দেড় হাজার ক্রিকেটার তৈরি হতে পারতো। অন্তত ১০০জন জাতীয় পর্যায়ে খেলতে পারতেন। 

বিজ্ঞাপন

বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন করা নিয়ে বিসিবি সভাপতি বলেন, সেপ্টেম্বরের মধ্যে বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে পরিকল্পনা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের ক্রিকেট উন্নয়নে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ  হাতে নিয়েছে বিসিবি। প্রতি উপজেলা-জেলা পর্যায়ে ক্রিকেটাদের ডাটাবেজ করা হবে। 

আরটিভি/এসআর -টি

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |