ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

মাঠে বল লেগে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৬ মার্চ ২০১৮ , ০৩:৩৪ পিএম


loading/img

আরেকটি ট্রাজেডির জন্ম দিলো খেলার মাঠ। ক্রোয়েশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলের ম্যাচে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা। ম্যাচের ১৫তম মিনিটে বুকে বলের আঘাতে দম বন্ধ হয়ে চিরনিদ্রায় চলে যান ২৫ বছর বয়সী ফুটবলার ব্রুনো বোবান। ক্রোয়েশিয়ায় মারসোনিয়া দলের হয়ে খেলতেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচের সময়ে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করেন ব্রুনো। এই সময়ে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় গোল ঠেকাতে বল কিক করেন। যা এসে ঠেকে ব্রুনোর বুকের মাঝখানে। বল লাগার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন এই ফুটবলার।

--------------------------------------------------------
আরও পড়ুন: আজীবন নিষিদ্ধের পথে স্মিথ-ওয়ার্নার!
--------------------------------------------------------

বিজ্ঞাপন

এরপর সেখান থেকে একটু সরে ডি-বক্সে গিয়ে বসে পড়েন তিনি। পরে আবারও উপুর হয়ে লুটিয়ে পড়ে যান এই তরুণ খেলোয়াড়। সাথে সাথেই চিকিৎসকরা অ্যাম্বুলেন্স নিয়ে মাঠে চলে আসেন। প্রাথমিক চিকিৎসা দেবার পরেও শেষ রক্ষা হয়নি ব্রুনোর। হাসপাতালে নেবার আগেই দম বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

দলের সহকর্মীরা এবং প্রতিদ্বন্দ্বীরা নিজেদের অশ্রুতে বিদায় দিলো সতীর্থ ব্রুনো বোবানকে। ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এএ/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |