ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

রাতে লা লিগায় নামছে মেসির বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ , ০৯:১৭ এএম


loading/img
ছবি- সংগৃহীত

রোজকার ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে। আপনার আকর্ষণ নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলাতেই বেশি। কোথায় কি খেলা আছে সেই খোঁজাখুঁজি থেকে আপনার বিশ্রাম এবার। দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
 
যদি টিভিতে অন্য কিছু নাও দেখেন, তাও খেলা দেখা আর মিস হবে না। 
 
এক নজরে দেখে নিন আজকের খেলা কোন কোন স্যাটেলাইট চ্যানেলে দেখাবে।

বিজ্ঞাপন

ক্রিকেট (আইপিএল)
চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ

সরাসরি, রাত সাড়ে ৮টা, চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ২

ফুটবল (বঙ্গমাতা গোল্ডকাপ)
তাজিকিস্তান-মঙ্গোলিয়া

সরাসরি, সন্ধ্যা ৬টা, বিটিভি, আরটিভি, নাগরিক টিভি ও রেডিও ভূমি

বিজ্ঞাপন

লা লিগা
হুয়েস্কা-এইবার

সরাসরি, রাত সাড়ে ১১টা, ফেসবুক লাইভ

আলাভেস-বার্সেলোনা
সরাসরি, রাত দেড়টা, ফেসবুক লাইভ

প্রিমিয়ার লিগ
টটেনহাম-ব্রাইটন
সরাসরি, রাত পৌনে ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বিজ্ঞাপন

ওয়াটফোর্ড-সাউদাম্পটন
সরাসরি, রাত পৌনে ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

টেনিস
এটিপি বার্সেলোনা মাস্টার্স

সরাসরি, বিকেল ৩টা, সনি ইএসপিএন

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |