ঢাকাFriday, 11 July 2025, 27 Ashaŗh 1432

সরে দাঁড়ালেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ , ০৫:০৯ পিএম


loading/img

ভারতীয় ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মাহেন্দ্র সিং ধোনি।  এতে এ ২ ফরম্যাটের ক্রিকেটেও অধিনায়ক হবার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো বিরাট কোহলির। বর্তমানে এ মাস্টার ব্যাটসম্যান টেস্ট অধিনায়কের পদে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই জানায়, বোর্ডের কাছে ধোনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজে তিনি খেলবেন ঠিকই কিন্তু অধিনায়ক হিসেবে নয়।

বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জহুরি বলেন, ভারতীয় ক্রিকেট সমর্থক ও বিসিসিআই’র পক্ষ থেকে সব ধরনের ফরম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে ধন্যবাদ জানাই। তার নেতৃত্বে ভারতীয় দল নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতীয় ক্রিকেটে তার অর্জন সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ান মাহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধোনিকেই বিবেচনা করা হয়। তার নেতৃত্বে ভারত ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্সস ট্রফি জেতা ছাড়াও ২০০৯ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |