• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঘুরে ফিরে আইপিএলেই হেসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৯, ১৯:১৬
ঘুরে ফিরে আইপিএলেই হেসন
মাইক হেসন

বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। তিন ক্রিকেট বোর্ডেই প্রধান কোচের জন্য আবেদন করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের পুরনো কোচ রবি শাস্ত্রীকে পুনর্বহাল করায় জায়গা হয়নি সেখানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাক্ষাতকার দিতে আসেননি বলে বড় কর্তারা নাখোশ হয়েছেন হেসনের উপর। তাই এখানেও জায়গা হয়নি তার।

বাকি ছিলো পাকিস্তান। সেখানে নাকি নিজে থেকেই না করে দেন। তাতে বেকার হয়ে পড়েন এই কিউই কোচ।

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত কোচ হবার জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের দায়িত্বও ছেড়ে দেন হেসন। তবে শেষ পর্যন্ত আশায় গুড়েবালি।

কোথাও জায়গা না পেয়ে আবারও ভরসার জায়গা আইপিএল। এবার আর কোচের দায়িত্বে নন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স পদের।

হেসনকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব দিয়ে নতুন কোচের নামও ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিটি। ছাটাই করা হয়েছে দলটির প্রধান কোচ গ্যারি কারেস্টেন ও বোলিং কোচ আশিস নেহারাকে। প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়