টস হেরে বোলিংয়ে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ , ০৬:১৭ পিএম


টস হেরে বোলিংয়ে জিম্বাবুয়ে
ছবি- সংগৃহীত

জিম্বাবুয়ে আগেই ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আফগানদের। বাংলাদেশ, জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত দল এখনও আফগানরাই। আজকের ম্যাচটা তাই নিয়ম রক্ষার ম্যাচ দু’দলের।

বিজ্ঞাপন

সট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক রশিদ খান। এই ম্যাচটা নিয়ম রক্ষার বলা হলেও জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।

কেন না, এই ম্যাচ দিয়েই দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ট্যাঁর জন্য হলেও জিততে চাইবে ম্যাচটা।

বিজ্ঞাপন

আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, শফিকুল্লাহ, ফজল নিয়াজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, রহমানুল্লাহ গুরবানজ (উইকেট-রক্ষক), রশিদ খান (অধিনায়ক), দওলত জাদরান ও মুজিব উর রহমান।

জিম্বাবুয়ে: ব্রেন্ডন টেইলর (উইকেট-রক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), শান উইলিয়ামস, রেগিস চাকাভা, টিনোটেন্দা মুটম্বোডজি, রায়ান বার্ল, রিচমন্ড মুটুম্বামি, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইসলে এনড্লোভু ও ক্রিস এমপফু।

এমআর/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission