• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় ব্যাটে-বলে দুর্দান্ত মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ অক্টোবর ২০১৯, ১৯:৪২
শ্রীলঙ্কায় ব্যাটে-বলে দুর্দান্ত মিরাজ
ছবি- সংগৃহীত

হাম্বানটোটায় দুটি চারদিনের ম্যাচের প্রথমটিতে সমানে সমান লড়ছে বাংলাদেশ ‘এ’ দল শ্রীলঙ্কা ‘এ’ দল। হাম্বানটোটায় আগে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩৬০ রান।

নব্বইয়ের ঘরে জহুরুল ইসলাম আর মোহাম্মদ মিথুন কাঁটা না পড়লে হয়তো রান আরও বেশি হতে পারতো বাংলাদেশ ‘এ’ দলের। জহুরুল করেন ৯০, সাদমান ইসলাম ৫৩, মিথুন ৯২ আর মেহেদী মিরাজ করেন ৫৭ রান।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল সোমবার ২ উইকেটে ২০৪ রানে দিন শেষ করে লঙ্কানরা। গত দিন ৭৯ রানে অপরাজিত থাকা কামিন্ডু মেন্ডিস ম্যাচের তৃতীয় দিনে তুলে নেন শতক।

২৮২ বলে ১৬৯ রানের লম্বা ইনিংস খেলে বাংলাদেশি বোলারদের বিপাকে ফেলে দেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আগের দিন লঙ্কান ওপেনার সনজিত কোরে খেলেন ১০৪ রানের ইনিংস।

তৃতীয় দিনে ১৬৯ রানের ইনিংস খেলে কামিন্ডুর বিদায়ের পর লঙ্কান ব্যাটিং লাইন-আপে ধ্বস নামান মেহেদী মিরাজ। যদিও ছয় নম্বরে ব্যাট করতে নেমে প্রিয়মল পেরেরা খেলেন ৬১ রানের ইনিংস।

তাতে ১২১ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ৪৫০ রান তুলে লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মেহেদী মিরাজ। এছাড়া ২ উইকেট পান মোহাম্মদ মিথুন। ১টি করে উইকেট নেন এবাদত হোসেন ও মেহেদী হাসান রানা।

দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ ওভার ব্যাটিং করে ১ রান করেছে বাংলাদেশ। চারদিনের ম্যাচে একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ পর্যন্ত ড্রতেই শেষ হয় ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়