• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পারফরম্যান্সটাই মুখ্য: আব্দুর রাজ্জাক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৯, ২১:২৫
পারফরম্যান্সটাই মুখ্য: আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক | ফাইল ছবি

দিন চারেক পরই শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। দীর্ঘদিন ধরে ব্যাট-বল থেকে দূরে থাকা ক্রিকেটারদের আবারও ব্যস্ত হয়ে যাবার পালা। উৎসবের আমেজ ক্রিকেট পাড়ায়। যেসব সিনিয়র খেলোয়াড়দের সচরাচর দেখা যায় না তাদেরও দেখা যাচ্ছে নিয়মিত অনুশীলনে। কিন্তু উৎসবের ভেতরও একটা চাপ বয়ে বেড়াচ্ছেন ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা খেলোয়াড়েরা।

এই যেমন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক, জাতীয় দল থেকে ছিটকে পড়া নাসির হোসেন। এদের কেউই পাশ করতে পারেনি বিপ টেস্টে।

এবারের এনসিএলে খেলতে হলে বিপ টেস্টে ১১ মার্কস পেতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন নিয়ম নিয়ে অনেক সিনিয়র খেলোয়াড়েরই ক্ষোভ ছিল। যেখানে গতবার বিপ টেস্টের মার্কস ছিল ৯ ।

যারা প্রথমবার নির্দিষ্ট ১১ মার্কস উঠাতে পারেননি তাদের আজ আবারও পরীক্ষা হয়েছে। পরীক্ষা দিয়েছেন আশরাফুল, আব্দুর রাজ্জাকসহ মোট ৪২ ক্রিকেটার।

সর্বোচ্চ মার্কস পেয়েছেন পেসার আল আমিন হোসেন (১২)। এরপর ইমরুল কায়েসের ১১.১। উন্নত হয়েছে আশরাফুল, রাজ্জাকদের। সমান ১০ করে তুলেছেন রুবেল হোসেন, আশরাফুল ও আব্দুল রাজ্জাক। ১০.১ করে নাসির হোসেন ও তুষার ইমরান। সোহাগ গাজী থেমেছেন ৯.৮ করে।

নিজের ফিটনেসের উন্নতি দেখে কিছুটা হলেও সন্তুষ্ট অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। বলেন গণমাধ্যমকে।

‘বিপ টেস্ট আগের দিনের চেয়ে অনেক বেটার হয়েছে। আমাদের জন্য যেরকম নেওয়া হয়েছিল সেটা পূরণ হয়েছে। বিপ টেস্ট নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। আমার কাছে মনে হয় না এটা খারাপ পদক্ষেপ। একটা প্লেয়ার যখন খেলতে আসবে স্পেশালি যারা ন্যাশনাল টিমে খেলার চান্স থাকে তারা যাতে করে আগে থেকেই ফিট থাকে, কারণ ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার পর ফিটনেস নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ থাকে না।’

আব্দুর রাজ্জাক জানান, আরও আগে থেকে যদি এই ব্যপারটা জানানো হতো তাহলে এ নিয়ে এত ভাবতে হতো না। সবাই যে যার মতো প্রস্তুত থাকলে বিপ টেস্টে নির্দিষ্ট মার্কস উঠানো অসম্ভব কিছু না।

‘আমার কাছে মনে হয় আগে থেকে প্ল্যান করলে বিপ টেস্টের স্কোর আরও ভালো হতো। এগুলা আগে থেকে জানিয়ে করলে ডেফিনিটলি হয়ে যাবে। গত বছর থেকে এবছর আরেকটু অর্গানাইজড। এটা জাস্ট একটা ডিসিশনের ব্যাপার। কখনো কখনো মাথায় থাকে না। একটু আগে নিলেই হয়ে যায়।’

তবে সবকিছু ছাপিয়ে আব্দুর রাজ্জাকের কাছে পারফর্মটাই মুখ্য বিষয়। এর জন্যই এখানে কিছুটা ছাড় দেয়ার কথা বলেন তিনি।

‘সবার আগে পারফর্মেন্স। যদি এরকম থাকে খুব ভালো পারফর্মার আছে, ভালো খেলছে ভালো আছে। সেক্ষেত্রে এখানে কিছু ছাড় থাকবেই। কিন্তু একটা মিনিমাম লেভেল থাকতে হবে। তার নীচে গেলে আমার মনে হয় না ছাড় পাবে। আমি মনে করি ফিট থাকার দরকার আছে খেলতে হলে। পারফর্মেন্সের আগে ফিটনেস এটা বলা ভুল হবে। কিন্তু আপনাকে যদি খেলতে হয় তাহলে ফিটও থাকতে হবে। পারফর্ম করার সাথে সাথে আপনাকে ফিটও থাকতে হবে। কারণ ফিট না থাকলে আপনি পারফর্ম করতে পারবেন না।’

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম
চমক নিয়ে আসছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
এনসিএল টি-টোয়েন্টি উদ্বোধনে সিয়াম ও আমিন খান
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প