পয়েন্ট তালিকার নিচের সারির দল রিয়াল মালোরকার বিপক্ষে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। শনিবার লা লিগার ম্যাচে ০-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। যা স্প্যানিশ লিগে চলতি মৌসুমের প্রথম হার সার্জিও রামোসের দলের।
ইবেরোস্টার স্টেডিয়ামে একমাত্র গোলটি করেছেন লাগো জুনিয়র। আইভোরি কোস্টের এই ফরোয়ার্ড ম্যাচের সপ্তম মিনিটেই গোল তুলে নেন।
পুরো খেলাজুড়ে কোনও দলই গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
৯ ম্যাচ পর ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছে জিনেদিন জিদানের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচ খেলে মালোরকার পয়েন্ট ১০ রয়েছে ১৪ নম্বর স্থানে।
এদিকে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সেলোনা।
আরও পড়ুন
ওয়াই