ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গৌতম গম্ভীরকে মেরে ফেলার হুমকি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২২ ডিসেম্বর ২০১৯ , ০১:০৬ পিএম


loading/img
গৌতম গম্ভীর || ছবি- সংগৃহীত

প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে গৌতম গম্ভীরকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সাবেক ক্রিকেটার এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই সংসদ সদস্য।  অভিযোগ করেছেন, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে পরিবারসহ তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এরইমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী এই ব্যাটসম্যান।  

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারকে লেখা চিঠিতে গৌতম গম্ভীর অভিযোগ করেছেন, ‘একটি বিদেশি নম্বর থেকে আমি এবং আমার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। সেই নম্বরটি হল +৭ (৪০০) ০৪৩।’

বিজ্ঞাপন

দেশটির গণমাধ্যমগুলোকে গৌতম জানিয়েছেন, তার ব্যক্তিগত সচিব গৌরব অরোরা বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ওই চিঠিতেই সাধারণ ডায়েরি করে তার এবং তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।’

২০১১ সালে অক্টোবরে নাতাশা জাইনের সঙ্গে বিয়ে করেন গম্ভীর। চলতি বছরের মার্চে বিজেপিতে যোগ দেন ভারতের সাবেক এই ওপেনার। পরের মাসে ভারতের সাধারণ নির্বাচনে দলটির প্রার্থী হয়ে লোকসভার সদস্য নির্বাচিত হন।

রাজনীতিতে আসার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন গৌতম গম্ভীর। ভারত-পাকিস্তান ইস্যুতেও সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গেও কথার লড়াইতে জড়িয়েছিলেন তিনি। 

বিজ্ঞাপন

সম্প্রতি নাগরিকত্ব আইন নিয়েও কথা বলেন দিল্লির এই সংসদ সদস্য। তারপরই এমন ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |