• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

৫ ফেব্রুয়ারি জন্মেছেন তারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭
Ronaldo
ক্রিশ্চিয়ানো রোনালদো,কার্লোস তেভেজ ও নেইমার জুনিয়র

আপনার সন্তানের জন্ম যদি ৫ ফেব্রুয়ারি হয়ে থাকে তাহলে দ্রুত বাজার থেকে ফুটবল নিয়ে আসতে পারেন তার জন্য। কারণ আপনার শিশুও হতে পারে বিশ্বের সেরা ফুটবলার। বিশ্বাস হচ্ছে না? তাহলে জেনে রাখুন, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কার্লোস তেভেজদের মতো ফুটবলের সব বড় বড় নামগুলো জন্ম নিয়েছেন এদিন।

পর্তুগীজ মহাতারকা রোনালদো ৩৫ বছরে পা রাখলেন। ১৯৮৫ সালে ফানচালে জন্ম নেন তিনি। ঘরোয়া দল স্পোর্টিং সিপি থেকে ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সিআর সেভেনকে। ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ইংলিশ দলে থাকা অবস্থায় একটি ও স্প্যানিশ দলের হয়ে খেলার সময় চারটি ব্যালন ডি’ অর জয় করেছেন। দিনের পর দিন নিজেকে নিয়ে গেছেন সাফল্যের অনন্য শিখরে। সম্প্রতি ইতালিয়ান দল জুভেন্টাসের হয়ও দ্যুতি ছড়াচ্ছেন স্বমহিমায়।

রোনালদো জন্ম নেয়ার ৭ বছর পর ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেন নেইমার। ২০০৯ সালে সান্তোসের হয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে বার্সেলোনা যোগ দেয়ার পর সান্নিধ্য পান আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। মাঠে নৈপূণ্য দেখিয়ে সাড়া বিশ্বের নজর কেড়ে নেন। ধীরে ধীরে বর্তমান প্রজন্মে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত সক্ষম হন। সাম্বা প্রিন্স খ্যাত নেইমার বর্তমানে ফ্রেঞ্চ দল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে খেলছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো জায়ান্ট দলগুলোর জার্সিতে মাঠ মাতিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। বিশ্বের যে কয়েকজন ফুটবলার মেসি ও রোনালদোর সঙ্গে খেলতে পেরেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তিনি। ১৯৮৪ সালে রাজধানী বুয়েন্স আয়ার্সে জন্ম নেন। ২০০৪ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তিনি। ২০০১ সালে বোকা জুনিয়র্সের হয়ে শুরু করেছিলেন ফুটবল। পূর্ব ঘোষণা অনুযায়ী ক্যারিয়ারে শেষ লগ্নে এসে ২০১৮ সালে আবারও যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই ঐতিহ্যবাহী দলটিতে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে