• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুবা টাইগারদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান মিরাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪
ICC U19 Cricket World Cup Final 2020
ভারতের দলপতি প্রিয়ম গর্গের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ২০১৬ সালের আসরে শিরোপার খুব কাছে যাবার পরও স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজ নেতৃত্বাধীন দলটি সেমিফাইনালে এসে থেমেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দীর্ঘ দিন স্বপ্ন পূরণের খুব কাছে টাইগাররা। যুব বিশ্বকাপের ফাইনালে এবার প্রতিপক্ষ ভারত।

রোববার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুটায়। তার আগে শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চার বছর আগে ঘরের মাঠে যুবা বিশ্বকাপে টাইগারদের নেতৃত্বে থাকা মিরাজ।

মাত্র একটি ম্যাচে জয় এলেই ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে আকবর আলীদের নাম। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ক জানেন, সময়টা নিজেদের পক্ষে থাকলেই জয় পাওয়া সম্ভব।

‘ভারতের বিপক্ষে অনেক টানটান উত্তেজনার ম্যাচ কাছে গিয়ে হেরেছি। আমাদের দুর্ভাগ্য। তবে কালকের দিনটা আমাদের করতে হবে। অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলব।’

‘সি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে জয় পেয়ে সেমিফাইনালে উঠে লাল-সবুজরা দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে। প্রথমবারের মতো ফাইনালে উঠা বাংলাদেশ জয়ের বিকল্প ভাবছে না।

‘ছেলেরা যেরকম খেলছে আশা করি তারা অনেক আত্মবিশ্বাসী। যেভাবে খেলেছে, একইরকম খেললে হয়তো আমরা ভারতকে হারাতে পারব।’ যোগ করেন মিরাজ।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, এক নজরে সূচি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন