বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন এসএ গেমসে ডাবল স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা আক্তার শীলা। ক্রিকেটার তামিম ইকবাল ও হকি খেলোয়াড় আশরাফুল ইসলামকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন জাতীয় রেকর্ডধারী সাঁতারু।
হোটেল সোনারগাঁতে অনুষ্ঠানে বর্ষসেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সমিতির সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন এআইপিএস’র এশিয়া অঞ্চলের প্রধান মোহাম্মদ কাশিম।
২০১৫-১৬ সাল মিলিয়ে ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে ২০টি পুরস্কার দেয়া হয়।
২০১৬ সালের সেরা ক্রিকেটার হয়েছেন তামিম ইকবাল, বর্ষসেরা ক্রীড়াবিদ মুস্তাফিজুর রহমান ও উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন অনূর্ধ্ব-১৬ নারী দলের অধিনায়ক কৃষ্ণা রাণী সরকার।
ডিএইচ