ঢাকাবুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ঘুমই কাল হলো মেন্ডিসের

স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুলাই ২০২০ , ০৮:২৩ পিএম


loading/img
কুশল মেন্ডিস

আজ রোববার ভোরে কলোম্বর কাছে পানাদুরা নামক এলাকায় কুশল মেন্ডিসের গাড়ির চাপায় মারা যান এক বাইসাইকেলে থাকা এক বৃদ্ধ। এরপর এই লঙ্কান ব্যাটসম্যানকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদের আগে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয় হাসপাতালে। ধারণা করা হচ্ছিল কুশল মেন্ডিস গাড়ি চালিয়েছেন মদ্যপ অবস্থায়।

তবে চিকিৎসকদের দেয়া রিপোর্ট অনুযায়ী তিনি মদ্যপ ছিলেন না। বলা হচ্ছে, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এনিয়ে লঙ্কান গণমাধ্যম ‘নিউজওয়্যার’ জানিয়েছে, লঙ্কার ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন কুশল মেন্ডিস। সেখান থেকেই রাত করে বাড়ি ফেরার পথে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে কুশল মেন্ডিস। তাতেই এমন ঘটনা ঘটেছে। তবে সে মদ খায়নি বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে চিকিৎসকরা।

এর আগে ২০০৩ সালে লঙ্কান স্পিনার কুশল লুকারাচ্চি ক্রিকেট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হন একই কারণে। তিনি এক মহিলাকে একইভাবে হত্যা করেন। শুধু তাই নয়, দেশটিতে বছরে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারান এই গাড়ি দুর্ঘটনায়।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |