‘বিপিএলের অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগে’
বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন হাশিম আমলা। যোগ দিয়েছেন খুলনা টাইগার্সের হয়ে। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনও সেরেছেন। এরপর সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই ব্যাটসম্যান।
‘সবসময় বাংলাদেশে আসতে ভালো লাগে আসলে। অনেক বছর হলো আসছি, এখানকার মানুষ, আবহাওয়া সবকিছু অনেক ভালো লাগে। ক্রিকেটের কালচার অনেক ভাল, ক্রিকেট প্রেমী দর্শকদের কথা বলতেই হয় । প্রথম দিকে আসতে না পারলেও দ্রুত মানিয়ে নিবো এবং আমার দল খুলনা টাইগার্সের হয়ে খেলতে মুখিয়ে আছি।’
গেল বছর অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। যদিও ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ এখনও চালিয়ে যাচ্ছেন। জানালেন বিপিএলে ভালো করাটাই তার লক্ষ্য।
‘আসলেই আমি খুব উপভোগ করছি। জীবনের সবগুলো মুহূর্ত আসলে উপভোগ করার মতো, জাতীয় দলের হয়ে এত দিন খেলতে পেরে আমি কৃতজ্ঞ, এখন অন্যরকম সময়ে আছি। বিপিএলে খেলতে এসেছি, ভালো করতে চাইবো।’
বিপিএল বিশ্বমানের লিগ। এর অভিজ্ঞতা ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানালেন ডান-হাতি এই ওপেনার।
‘বিপিএল তো বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ, এখানে ভালো করলে সে অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগে।’
শুক্রবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে নামবে খুলনা টাইগার্স। দুই দিন আগে এসে নতুন দলের সঙ্গে যোগ দিয়েছেন আমলা।
ক্রিকেট আসলে ভালোবাসার একটা জায়গা। আপনি ভালো করবেন তখন যখন আপনি ক্রিকেটকে ভালোবাসবেন। আমি আসলে ক্রিকেটকে ভালোবাসি, খেলাটাকে ভালোবাসি, সারাবিশ্বে ভালো খেলার মধ্যে আলাদা একটা মজা আছে।
২০০৪ সাল থেকে প্রায় ১৫ বছর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। জাতীয় দলকে কি মিস করেন?
‘না আমি মিস করিনা। আমি অনেক খেলেছি, আফসোস নেই। আমি, অনেক ভালো আছি, সুখে আছি। আমি কৃতজ্ঞ। তবে হ্যা আমাদের অনেক ভালো মুহূর্ত আছে। টেস্ট ম্যাচের কথা মনে আছে, স্মিথের সঙ্গে ওপেন করার সেই স্মৃতি। সবকিছুই মনে আছে আমার।’
এমআর/ওয়াই
মন্তব্য করুন