ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

হ্যাট্রিক বঞ্চিত থিসারার এক ওভারে টানা ৪ উইকেট

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ , ০৪:১৪ পিএম


loading/img

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে গত ম্যাচেই। সেদিনও প্রতিপক্ষ ছিল রংপুর রেঞ্জার্স। আজও প্রতিপক্ষ সেই রংপুর রেঞ্জার্স। রংপুর রেঞ্জার্স ছিটকে গেছে নকআউট পর্বের স্বাদ পাওয়ার আগেই। দুইদলের মুখোমুখি লড়াইয়ে আজকের ম্যাচে কোনো গুরুত্ব না থাকলেও ছেড়ে কথা বলেনি ঢাকা।

বিজ্ঞাপন

ইনিংসের শেষ ৯ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে রংপুরকে বড় লক্ষ্য নেওয়া থেকে বিরত রেখেছেন মাশরাফিরা।

আজ শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান মাশরাফি বিন মুর্তজা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওয়াটসনকে ফেরান মাশরাফি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে রংপুর।

বিজ্ঞাপন

দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন লুইস গ্র্যাগোরি। ৩২ বলে ৫টি চার ও দুটি ছয়ের মারে তিনি এই রান করেন। মাঝে আল আমিন ৩৫ ও জহুরুল ইসলাম অমি করেন ২৮ রান। এই দুজনের জুটি থেকেই মূলত ধাক্কা সামলে ওঠে দলটি।

আল আমিন আউট হওয়ার পরেই বাকি আট বলের মধ্যে চার উইকেট হারায় দলটি। দুই ওপেনার ওয়াটসন ১০ ও নাইম করেন ১৭ রান।

থিসারা পেরেরা ইনিংসের শেষ ওভারে জহুরুল অমি ও তাসকিনকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন।কিন্তু মোস্তাফিজ রানআউট হওয়াতে ওভারে উইকেটের হ্যাটট্রিক হয়েছিল তবে থিসারার হয়নি।

বিজ্ঞাপন

সর্বোচ্চ তিন উইকেট নেন থিসারা পেরেরা। এ ছাড়া শাদাব খান দুটি ও একটি করে উইকেট নেন মাশরাফি মুর্তজা ও মেহেদী হাসান।

এমআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |