ঢাকাকে লড়াকু সংগ্রহ এনে দিলেন শাদাব
১১তম ওভারে মাত্র ৫২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলা ঢাকা প্লাটুনকে দেখে মনে হচ্ছিল ১০০ রানও করতে পারবে না তারা। অষ্টম উইকেটের জুটিতে দ্রুত ৪৪ রান তুলেন থিসারা পেরারা ও শাদাব খান। ১৩ বলে ২৫ রানের ক্যামিও খেলে ফিরে যান পেরারা। অন্যদিকে শেষ পর্যন্ত ঢাকাকে সম্মানজনক স্কোর তুলে দিতে সক্ষম হন শাদাব। বঙ্গবন্ধু বিপিএলের এলিমেনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে প্লাটুনরা।
মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন টস জেতার পর ঢাকাকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম।
তামিম ইকবাল ৩, মেহেদী হাসান ৭ ও আসিফ আলী ৫ রান করে বিদায় নেন।
এনামুল হক বিজয়, লুইস রিস ও জাকের আলী অনিক রানের খাতাই তুলতে পারেননি।
অন্যদিকে ওপেন করতে নেমে ৩১ বলে ৩১ রানের ইনিংস খেলেন মুমিনুল হক।
শেষ পর্যন্ত ৪১ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন পাকিস্তানের তারকা শাদাব। ২ বল খেলে কোনও রান না তুললেও শাদাবকে যোগ্য সঙ্গ দেন মাশরাফি বিন মুর্তজা।
আগের ম্যাচে হাতে চোট পেয়ে ১৪ সেলাই নিয়ে খেলতে নামা মাশরাফির সঙ্গে অষ্টম উইকেটে ৪০ রানের জুটি গড়েন স্পিনিং অলরাউন্ডার শাদাব।
চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট তুলেছেন রায়াদ এমরিত। দুটি করে উইকেট শিকার করেন রুবেল হোসেন ও নাসুম আহমেদ। একটি উইকেট তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
ওয়াই
মন্তব্য করুন