• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ফাইনালে ঘুম ভেঙেছে দর্শকদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০২০, ১৮:০৩
ফাইনালে ঘুম ভেঙেছে দর্শকদের

গোটা আসর জুড়েই শের ই বাংলা স্টেডিয়ামের গ্যালারি খাঁ খাঁ করেছে দর্শক খরায়। ক্রিস গেইল, শেন ওয়াটসন, হাশিম আমলাদের মতো তারকা খেলোয়াড়েরাও মাঠমুখি করতে পারেনি দর্শকদের।

ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট একই হাল ছিল গ্যালারির। মাইকিং করেও দর্শক আনা যায়নি মাঠে। ‘গেইল এসেছে’ মাইকিং করেও দর্শকদের মাঠে আনতে ব্যর্থ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর একটা কারণ ছিল, টিকিটের উচ্চমূল্য। এ নিয়ে হতাশা দেখা যায় অনেকের মাঝে। তার উপর ফাইনাল ম্যাচের আগে আরেক দফা বাড়ানো হয় টিকিটের দাম।

বিসিবির দেয়া নতুন দামে টিকিটের দাম ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা (পুরোনো মূল্য ২০০ টাকা), নর্থ ও সাউথ স্ট্যান্ড ৪০০ টাকা (পুরোনো মূল্য ৩০০ টাকা), ক্লাব হাউজ ৭০০টাকা (পুরোনো মূল্য ৫০০ টাকা), গ্র্যান্ড স্ট্যান্ড ৩ হাজার টাকা (পুরোনো মূল্য ২ হাজার টাকা)।

তবে খেলা পাগল বাঙালির আজ ঘুম ভেঙেছে। টিকিটের দাম যতই হোক, টিকিট চাই আজ। কালোবাজারে টিকিটের চড়ামূল্যেও যায় আসে না কিছু।

টিকিট না পেয়ে মাঠ সংলগ্ন টিকিট বুথের সামনেও দর্শকদের ‘টিকিট চাই’ বলে স্লোগান দিতে দেখা যায় বিকেলের দিকে।

ম্যাচ শুরুর আগেই গ্যালারির বেশির ভাগ অংশ পূর্ণ হয়ে গেছে দর্শকে। মাঠে ঢুকতে বাইরে দাঁড়িয়ে আছে অনেক দর্শক। বলা যায়, বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিনে এসে ঘুম ভেঙেছে দর্শকদের।

এমআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট