বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব, যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ০২:৫৮ পিএম


বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব, যা জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক তখনই জানা গেল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও ২০২৪ সালের শেষ চার মাসের বেতন পাননি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তাদের প্রতিবেদন অনুযায়ী, চার মাসের বেতন বাবদ সাকিবের প্রায় ৪৮ লাখ টাকা (৩৮ হাজার ৪০০ মার্কিন ডলার) পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে। 

এর আগে, বিসিবি গত বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে। যেখানে সাকিবকে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে বিসিবি তাকে প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না।

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, এটা সত্যি সে (সাকিব আল হাসান) সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি। কারণ, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে।

Capture7

বিজ্ঞাপন

এদিকে সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ, আপনি খেলুন বা না খেলুন, চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এরমাঝে রয়েছে তার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞাও। সবমিলিয়ে বাংলাদেশের হয়ে আর এই তারকা অলরাউন্ডারের খেলার কোনো বাস্তবতা নেই।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission