ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মোহাম্মদ সালাহকে দেশের হয়ে খেলতে দেবে না লিভারপুল

আরটিভি নিউজ

সোমবার, ২৩ আগস্ট ২০২১ , ০৯:০০ পিএম


loading/img

ফুটবলার মোহাম্মদ সালাহকে তার দেশ মিসরের হয়ে খেলতে দিবে না ইংলিশ ক্লাব লিভারপুল। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতেই এই পন্থা অবলম্বন করেছে তারা, জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

সেপ্টেম্বর মাসে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে মিসর। ৩ সেপ্টেম্বর সালাহদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা, ৬ সেপ্টেম্বর খেলবে গ্যাবনের বিপক্ষে। এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে সালাহকে পাচ্ছে না মিসর। আন্তর্জাতিক বিরতিতে তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে ইংলিশ ক্লাব।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, 'জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ার ব্যাপারে আমরা ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। করোনাভাইরাসের এই সীমাবদ্ধতার ভেতর থেকে কীভাবে খেলোয়াড়দের নিয়ে আসা যায় তার পরিকল্পনা করছি। কিন্তু লিভারপুল আমাদের এক চিঠিতে দুঃখ প্রকাশ করে জানিয়েছে সালাহকে তারা এই বিরতিতে ছাড়তে পারবে না।'

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন আরও জানায়, তারা করোনাভাইরাসের দোহাই দিয়ে আমাদের বুঝাতে চেষ্টা করেছে, আমরা যেন কিছু মনে না করি। এখন সালাহকে ছাড়লে তার মাঠে ফেরায় লম্বা একটা বিরতি আসবে। কোয়ারেন্টাইন করতে হবে, মানসিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সালাহর এখন না আসাটাই ভাল মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। অন্য প্লেয়ারদের ক্ষেত্রেও নাকি তারা  এমন নীতি অবলম্বন করছে।

করোনাভাইরাসের দোহাই দিয়ে লিভারপুল সালাহকে ছাড়তে অস্বীকৃতি জানালেও গোল ডটকমের তথ্য বলছে শুধু এবারই না, এমন করে বেশ কয়েকবার মিসরীয় ফরোয়ার্ডকে জাতীয় দলের হয়ে খেলতে দেয়নি লিভারপুল। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকেও তাকে দেশে পাঠায়নি লিভারপুল। আবার সালাহও জাতীয় দলের হয়ে খেলতে আসলে বিতর্কে জড়ান।  

সালাহকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান শক্ত করতে চায় লিভারপুল। দুই ম্যাচের সবকটিতে জিতে তারা এখন অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে। নরউইচের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেছিলেন সালাহ।

বিজ্ঞাপন

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |