• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

১০ বছরের শিরোপা খরা কাটাল ভারত

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৯:৫৬ | আপডেট : ৩০ জুন ২০২৪, ০০:১০

বাংলাদেশ
ছবি- সংগৃহীত

শিরোপা খরা কাটাল ভারত

০০: ০২, জুন ২৯

বিরাট কোহলির ৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বড় লক্ষ্য দাঁড় করিয়ে বার্বাডোজে উৎসবের মঞ্চ আগেই বানিয়ে রেখেছিল ভারত। ফাইনালের মঞ্চে ডি কক আর হেনরিখ ক্লাসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়ও ছিল সময়ের ব্যাপার। তবে শেষ পর্যন্ত ঘুচল না প্রোটিয়াদের চোকার্স তকমা। ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার।


বিস্তারিত : কোহলি ম্যাজিকে শিরোপা খরা কাটাল ভারত

ফিফটির প্যাভিলিয়নে ক্লাসেন

২৩: ৩৬, জুন ২৯

এরপরই ছন্দপতন! পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হয়ে ২৭ বলে ৫২ রান করে ফেরেন এই ব্যাটার।

ক্লাসেন-ঝড়

২৩: ২৭, জুন ২৯

কুলদীপের করা ১৪তম ওভারে মিলারের চার-ছক্কা। এরপর অক্ষরের ওপর চড়াও হয়ে অনায়াসে দুটি ছক্কা আর দুটি চার হাঁকালেন ক্লাসেন। এতে শেষ ২ ওভারে এসেছে ৩৮ রান।

৫ ওভারে প্রয়োজন ৩০ রান। হাতে আছে ৬ উইকেট।

ফাঁদে ডি কক

২৩: ১৭, জুন ২৯

ক্রমেই ভারতের জন্য হুমকির কারণ হয়ে উঠছিলেন ডি কল-ক্লাসেন জুটি। গুরুত্বপূর্ণ এই সময়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন অর্শদীপ। ৩০ বলে ৩৯ রানে ডি কক থামান এই পেসার।

১০ ওভারে...

১০ ওভারে ভারত ৭৫/৩

১০ ওভারে দক্ষিণ আফ্রিকার ৮১/৩

পান্ডিয়ার প্রথম ৩ বল ডটের পর কাভার দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরেছেন ক্লাসেন। এরপর পান্ডিয়া ওভারস্টেপিং করায় ফ্রি হিট পেয়েছিল প্রোটিয়ারা। সেখান থেকে এসেছে ১ রান।

ওহ স্টাবস!

২৩: ০২, জুন ২৯

অন্যপ্রান্তে ডি কক হতাশ। বেশ ছন্দে ছিলেন স্টাবস। তবে জায়গা বানিয়ে খেলতে গিয়ে ফুলটস মিস হয়ে গেছে। বোল্ড হয়ে এই ব্যাটার ফেরায় গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পেলো রোহিত শর্মার দল।

৪ ওভারে ৪০

২২: ৫৫, জুন ২৯

জোড়া উইকেট হারানোর পর খানিকটা চাপে পড়েছিল প্রোটিয়ারা। তবে স্টাবস ও ডি ককের ব্যাটে লড়াইয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। এতে শেষ ৪ ওভারে ৪০ তুলেছে তারা। এই জুটির ৫০ রানও উঠে গেছে।

৮ ওভারে ৬২/২

পাওয়ারপ্লে শেষ

২২: ৪৭, জুন ২৯

পাওয়ারপ্লেতে ভারত ৪৫/৩।

পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকা ৪২/২।

দুই পেসারের ৪ ওভারের পর দুই স্পিনার মিলে পাওয়ারপ্লে শেষ করেছেন।

৫ ওভারে ৩২/২

২২: ৪৪, জুন ২৯

পাওয়ারপ্লেতেই ২ ওভার হাত ঘুরিয়েছেন বুমরাহ। এরপর আবার ডেথে করবেন। পঞ্চম ওভারে আক্রমণে এসেছেন সেমিফাইনালে বোলিং ও আজকের ব্যাটিংয়ের নায়ক অক্ষর। তার প্রথম ওভারে জোড়া বাউন্ডারিসহ এসেছে ১০ রান। স্টাবসের পর ডি ককও মেরেছেন।

অর্শদীপের ফাঁদে মার্করাম

২২: ৩৪, জুন ২৯

বুমরাহকে দারুণ ড্রাইভে চার মেরেছিলেন। তবে অর্শদীপের অফ-স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন প্রোটিয়া অধিনায়ক। অর্শদীপ স্লোয়ারে কট বিহাইন্ড হয়ে ফিরলেন মার্করাম।

৩ ওভারে ১৪/২

বুমরাহ জাদু

২২: ২৯, জুন ২৯

বুহরাহর আউটসুইং বুঝতেই পারেননি ডি কক। লেগসাইডে খেতে গিয়ে লেগবাইয়ে এক রান পেয়েছিলেন। এরপর দুর্দান্ত আউটসুইংয়ে হেনড্রিকসকে পরাস্ত করেন এই পেসার। এতে প্রথম উইকেট হারাল প্রোটিয়ারা।

ফাইনালে সর্বোচ্চ স্কোর

২২: ১৪, জুন ২৯

১৭৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে এটিই এখন সর্বোচ্চ স্কোর। এর আগে, ২০২১ বিশ্বকাপে ১৭৩ তুলেছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় সেবার জিতেছিল অজিরা।

ভারতের ১৭৬ রানের পুঁজি

২২: ১০, জুন ২৯

পাওয়ারপ্লের ১ ওভার বাকি থাকতেই রোহিত শর্মা, ঋষভ পান্ত ও সূর্যকুমারের উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে অন্যপ্রান্তে উইকেটে থিতু হচ্ছিলেন বিরাট কোহলি। এরপর পাঁচে নামা অক্ষর প্যাটেলের সঙ্গে গড়েন ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি। রানআউটের ফাঁদে পড়ে ‘অ্যাগ্রেসর’র ভূমিকায় নামা অক্ষর ফিরলেও রানের গতি বাড়াতে থাকেন কিং কোহলি। শেষ পর্যন্ত তার ৭৬ রানে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টিম ইন্ডিয়া।

শনিবার (২৯ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পেয়েছে ভারত।

বিস্তারিত : বিশ্বকাপের ফাইনালে ভারতের চ্যালেঞ্জিং পুঁজি

৭৬ রানে থামলেন কোহলি

২২: ০১, জুন ২৯

৪৮ বলে ধীরগতির ফিফটির পরই গিয়ার চেঞ্জ করেন কোহলি। ৪৯তম ওভারে এসে হাঁকান ব্যক্তিগত প্রথম ছক্কা। এরপর হয়ে উঠে আগ্রাসী। শেষ পর্যন্ত থেমেছেন ৫৯ বলে ৭৬ রানে। ফিফটির পর সবশেষ ১১ বলে নিয়েছেন ২৬ রান।

১৯ ওভারে ১৬৭/৫

আগ্রাসী কোহলি

২১: ৫৪, জুন ২৯

৪৯তম বল মোকাবিলায় ইনিংসের প্রথম ছক্কা মেরেছেন কোহলি। লং অন দিয়ে রাবাদার বলে হাঁকান এই ওভার বাউন্ডারি। এরপর দারুণ প্লেসমেন্টে চার। শেষ বলে নেন সিঙ্গেল। এতে ১৮তম ওভারে ১৬ রান উঠেছে।

১৭ ওভারে ১৫০/৪

কোহলির ফিফটি

২১: ৪৮, জুন ২৯

ইনিংসের ১৬তম ওভারে নিজের কোটার তৃতীয় ওভার করতে এসেছিলেন শামসি। এই ওভারে খরচ করেছেন ৮ রান। তাকে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছেন দুবে। অন্যদিকে ১৭তম ওভারে ৪৮ বলে ধীরগতির ফিফটি তোলে নিয়েছেন কোহলি। চলতি বিশ্বকাপে এটিই তার প্রথম হাফ-সেঞ্চুরি।

১৭ ওভারে ১৩৪/৪

ছয়ে দুবে

২১: ৩৮, জুন ২৯

রানআউটের ফাঁদে পড়ে ফেরেন অক্ষর। তবে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে পান্ডিয়ার আগে বাঁ-হাতি দুবেকে পাঠিয়েছে ভারত। নেমেই ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়েছেন দুবে।

১৫ ওভারে ১১৮/৪

রানআউট অক্ষর

২১: ৩৬, জুন ২৯

ভারতকে ফাইনালে তোলার অন্যতম নায়ক। সেমিতে বল হাতে জাদু দেখানোর পর এবার ফাইনালে ব্যাট হাতে আগ্রাসন দেখালেন অক্ষর প্যাটেল। দলীয় বিপর্যয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে এসে কোহলির সঙ্গে ৭২ রানের জুটি গড়েছিলেন। তবে দৃষ্টিকটুভাবে রানআউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন। এতে ৩১ বলে ৪৭ রানে থেমেছে তার ইনিংস।

৫০ রানের জুটি...

২১: ২৬, জুন ২৯

দ্রুতই ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে অক্ষরের সঙ্গে ৫০ রানের জুটি গড়েছেন কোহলি।

অক্ষরকে ‘অ্যাগ্রেসর’-এর ভূমিকায় পাঠিয়েছে ম্যান ইন ব্লু শিবির। শামসির করা ১২তম ওভারে স্লগ সুইপে লং অন দিয়ে ইনিংসের তৃতীয় ছক্কাটি মেরেছেন অক্ষর। ২৬ বলে ৩৮ রানে অপরাজিত এই ব্যাটার।

১২ ওভারে ৯৩/৩

১০ ওভারে...

২১: ১৪, জুন ২৯

৫ ওভারের মধ্যে রোহিত-পান্ত-সুর্যকুমারকে হারিয়েছিল ভারত। তবে কোহলি ও অক্ষরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে আসরের অন্যতম ফেবারিটরা। কোহলি ২৯ বলে ৩৬ এবং ২০ বলে ২৬ রান ক্রিজে আছেন অক্ষর।

১০ ওভারে ৭৫/৩

লড়াইয়ে ভারত

২১: ০৯, জুন ২৯

সেমিফাইনাল পর্যন্ত নিষ্প্রভ ছিলেন কোহলি। তবে শিরোপা নির্ধারণী ফাইনালে জাত চেনাচ্ছেন এই ব্যাটিং দানব। অন্যপ্রান্তে অক্ষরও প্রোটিয়া বোলারদের ওপরে চড়াও হচ্ছেন। মহারাজকে স্লগ সুইপে ইনিংসের দ্বিতীয় ওভার বাউন্ডারি মেরেছেন এই অলরাউন্ডার। এতে সবশেষ ২ ওভারে এসেছে ৯ রান। ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ভারত দ্রুতই লড়াইয়ে ফিরছে।

৯ ওভারে ৬৮/৩

বাজির ঘোড়া অক্ষর

২১: ০৬, জুন ২৯

আগের ওভারে খরুচে ইয়ানসেনকে আক্রমণে আনেননি মার্করাম। টানা দ্বিতীয় ওভারে আক্রমণে এসেছেন নিজেই। তাকে ছক্কা হাঁকিয়েছেন পাঁচে নামা অক্ষর। প্রোটিয়া দলপতির এই ওভারে এসেছে ১০ রান।

৮ ওভারে ৫৯/৩

পাওয়ার প্লেতে ৪৫/৩

২০: ৫৭, জুন ২৯

৮ বলে ২৩ রান তোলে আগ্রাসী শুরুর আভাস দিচ্ছিলেন দুই ওপেনার। তবে মহারাজের জোড়া আঘাতে প্রতিরোধ গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর আক্রমণে এসে সূর্যকুমারকে ফেরান রাবাদা। এতে চাপে আছে ভারতীয় শিবির।

তবে ইতিবাচক শুরুটা করেছেন কোহলি। প্রথম ৫ বলে ১৪ রান তোলা এই ওপেনার সতকর্তা অবলম্বন করেই এরপর চাপের মুহূর্তে খেলছেন।

৬ ওভারে ৪৫/৩

এবার সূর্যকুমার...

২০: ৫১, জুন ২৯

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতের বড় পুঁজির ভিত গড়েছিলেন রোহিত ও সূর্যকুমার। এবার আগেই ফেরেন দলপতি। উইকেট থিতু হতে পারলেন না সূর্যকুমারও। লেংথ ডেলিভারিতে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন। তবে টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে গেছে তা। সেখানে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন হেনরিখ ক্লাসেন। এতে ৪ দশমিক ৩ ওভারেই ৩ উইকেট নেই ভারতের।

৫ ওভারে ৩৯/৩

চাপে ভারত

২০: ৪৬, জুন ২৯

মহারাজের স্পিন জাদুতে জোড়া উইকেট হারানোর পর কাগিসো রাবাদাকে আক্রমণে এনেছেন এইডেন মারকাম। এতে মনে হতেই পারে ভিন্ন কোনো ম্যাচ এটি। আক্রমণে এসে শুরু থেকেই লেংথে বল করছেন রাবাদা। তার শেষ বলে মিড অনে ক্যাচও তুলেছিলেন সূর্যকুমার, তবে তা ফিল্ডারের হাতের নাগালে আসেনি।

৩ ওভারে ২৬/২

রোহিতের পর প্যাভিলিয়নে পান্ত

২০: ৪১, জুন ২৯

দুই বল আগেই দলীয় অধিনায়ককে হারিয়েছিল ভারত। এবার দলপতির পথই অনুসরণ করলেন ঋষভ পান্তও! রোহিতের মতই সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন। এতে ৩ বলের মধ্যে ২ উইকেট নেই ভারতের।

আগ্রাসী শুরুর পর আউট রোহিত

২০: ৩৯, জুন ২৯

ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জোড়া চার হাঁকিয়ে কেশব মহারাজকে স্বাগত জানিয়েছেন রোহিত। তবে তার চতুর্থ বলেই প্যাভিলিয়নে ফিরেছেন এই ওপেনার। এগিয়ে এসে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্লাসেনের মুঠোবন্দি হয়েছেন তিনি।

প্রথম ওভারে ১৫

২০: ৩৬, জুন ২৯

৭৫ বলে ৭৫ রান; সেমিফাইনাল পর্যন্ত মোটেই নামের প্রতি বিচার করতে পারেননি কোহলি। তবে আজ?

চার মেরেই শুরুটা করেছেন। কোহলির তিন বাউন্ডারিতে ইনিংসের প্রথম ওভারে ১৫ রান তুলেছে ভারত।

আলোচনায় উইকেট

২০: ১৬, জুন ২৯

টুর্নামেন্টজুড়েই আলোচনায় ছিল উইকেট। এবার বার্বাডোজের কেনসিংটন ওভাল-ও আলোচনায়। বোলাররাই বাড়তি সুবিধা পাবেন নাকি রানবন্যার বিশ্বকাপ দেখবে ক্রিকেট বিশ্ব; সেটাই এখন বড় কৌতূহলের বিষয়।


একাদশ

২০: ০৬, জুন ২৯

শিরোপা উল্লাসের মিশনে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।

টস

২০: ০৩, জুন ২৯

টস জিতে ব্যাটিংয়ে ভারত।

২০: ০১, জুন ২৯

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়নি। এবার সে রেকর্ড ভাঙবে।

বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা, এখন পর্যন্ত দুই দলই অপরাজিত।

স্বাগতম

১৯: ৫৫, জুন ২৯

প্রায় এক মাসের লড়াই শেষে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় বার্বাডোসে সাবেক চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে প্রথমবার বিশ্ব আসরে ফাইনাল খেলতে যাওয়া সাউথ আফ্রিকা। আসরজুড়েই দারুণ ছন্দে ছিল দল দু’টি। ফলে অপেক্ষা এখন কার ঘরে যাবে শিরোপা। রোমাঞ্চ জাগানিয়া শিরোপা লড়াইয়ে, সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
    আরও
    • লাইভ স্কোর আপডেট এর পাঠক প্রিয়