ঢাকারোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সোনাক্ষীর বিয়ে!

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬ , ০৫:৩৬ পিএম


loading/img

দাবাং গার্ল সোনাক্ষী সিনহা চুটিয়ে প্রেম করছেন বান্টি সাচদেভের সঙ্গে। এটি পুরনো খবর। নতুন খবর হলো শিগগিরই বিয়ে করছেন এ জুটি।

বিজ্ঞাপন

জানা গেছে, কয়েকদিন আগে বান্টি নাকি সোনাক্ষীকে বিয়ের প্রস্তাব দেন। আর সোনাক্ষীও তাতে সময় নষ্ট না করে রাজি হয়েছেন। এখন সিদ্ধান্ত পরিণতি দেয়ার কথা ভাবছেন।

সোনাক্ষী নাকি পরবর্তী ছবি থেকে কিছু তারিখ কাটছাঁট করেছেন। হাতে থাকা ছবি শেষ করার জন্য তাড়াহুড়ো করছেন তিনি।

বিজ্ঞাপন

'নূর'র পর সুনীল সিপ্পির সঙ্গে ছবি করছেন সোনাক্ষী। সেটির শুটিং শুরু হয়েছে। এরপর আর কোন ছবি হাতে নেননি সোনাক্ষী। এখন বান্টি যত তাড়াতড়ি সম্ভব বিয়ে করতে চান।

এদিকে 'মুবারক' শুটিং করবেন না এই অভিনেত্রী। কারণ সেখানে আছেন সাবেক বয়ফ্রেন্ড অর্জুন কাপুর। তবে এ বিষয়ে সোনাক্ষী মুখ খোলেননি।

২০১২ সালে সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয়। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে বান্টির প্রেমের গুঞ্জন ছিল।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |