ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলাকারীর ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ , ১২:১৩ পিএম


loading/img

ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। কালো পোশাক পরিহিত ৪০ বছরের ব্যক্তিকেই হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরা দাঁড়িওয়ালা ব্যক্তিকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এসময় তার পেটে ব্যান্ডেজ দেখা যায়।

ঠিক তার পাশেই দু’টি চিহ্নিত করা অস্ত্র দেখা যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ বলেন, এ অস্ত্র দিয়েই নিরাপত্তাকর্মীকে আঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া হামলাকারী যে গাড়িটি নিয়ে হামলা চালিয়েছেন সেটি ছিলো হুন্দাই টাকসুন এর ভাড়া করা গাড়ি। গাড়িতে হামলাকারী একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জানান, হামলাকারী একজনই ছিলেন। তবে আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। তাই চারদিকে খোঁজা হচ্ছে।

বুধবারের এ হামলার ঘটনায় হামলাকারী, পুলিশ এবং তিনজন সাধারণ নাগরিক মারা গেছেন।

বিজ্ঞাপন



এফএস/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |