ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সিঙ্গাপুরে সমস্যা হওয়ায় বাংলাদেশে ইন্টারনেট স্পিড স্লো

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৫০ পিএম


loading/img
সিঙ্গাপুরে সমস্যা হওয়ায় বাংলাদেশে ইন্টারনেট স্পিড স্লো

আজকে সারা দেশে ইন্টারনেট ধীরগতি দেখা দিয়েছে। মোবাইল ইন্টারনেট ডাটার তুলনায় ব্রডব্যান্ড সংযোগে ধীরগতি ছিল বেশি। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের ইন্টারনেট সার্ভিসে এ সমস্যা হয়। সিঙ্গাপুরের সার্ভারে ডাটা জটের ফলে বাংলাদেশ কয়েক ঘণ্টা ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে।

বিজ্ঞাপন

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, সিঙ্গাপুরে ক্লাউডে ডাটা বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ ইন্টারনেট সেবায় বিঘ্ন হয়। অনেক এলাকায় ইন্টারনেট স্পিড একেবারেই স্লো হয়ে যায়।

তিনি আরও বলেন, সিঙ্গাপুরে যোগাযোগ করে তারা জেনেছেন সন্ধ্যার পর সমস্যা নিরসন হয়েছে। যদিও সমস্যাটিকে সাবমেরিন ক্যাবলের কোন সমস্যা বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জানায়নি।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |