নোয়াখালীর সেনবাগ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার সন্ধ্যায় মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলো ওই গ্রামের বেলাল হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (২) ও কুয়েত প্রবাসী ইয়াসিন নাসিরের ছেলে আবদুর রহমান (২)।
বিজ্ঞাপন
নিহতদের পরিবার জানায়, মোস্তফার বাড়িতে পাশের বাড়ির ফারিয়া ও রহমান খেলাধুলা করছিল। পরে ওই বাড়ির সেফটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, ঢাকনা খোলা থাকায় তারা ট্যাংকে পড়ে মারা যেতে পারে।
এসএস