ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ফের ৪ কোটি টাকায় মহাকাশ ভ্রমণের টিকিট বিক্রি শুরু ভার্জিনের

তথ্য ও প্রযুক্তি ডেস্ক

সোমবার, ০৯ আগস্ট ২০২১ , ১২:১২ পিএম


loading/img
ছবি সংগৃহীত।

গত জুলাইয়ে নিজের রকেটে চড়ে মহাকাশ ঘুরে এসেছেন মার্কিন বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। এবার মহাকাশ সফরে ইচ্ছুক ব্যক্তিদের জন্য আসন প্রতি ৪ লাখ ৫০ হাজার ডলার (৩ কোটি ৮২ লাখ ৪১ হাজার টাকা) করে টিকিট বিক্রি শুরু করেছে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিক। এর আগে ২০১৪ সালে ২ লাখ ৫০ হাজার ডলার করে টিকিট বিক্রি শুরু করেছিল মহাকাশ ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠানটি। তবে দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর তা বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

এর আগে মহাকাশ ভ্রমণে আগ্রহী পর্যটকরা ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত মাত্র দুই লাখ থেকে আড়াই লাখ ডলারেই টিকেট বুকিং করছিলেন। গত নয় বছরে প্রায় ৬০০ যাত্রী বুকিং করলেও করোনায় বাড়ানো হয়েছে টিকিটের মূল্য।

গত জুলাই মাসে পরিচালিত ক্রু টেস্ট ফ্লাইটের সাফল্যের সুবিধা নিতে কোম্পানিটি বাড়তি মূল্য নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

কোম্পানির সিইও মাইকেল ক্লগজিয়ার বলেন, ‘পুনরায় টিকিট বিক্রি শুরু করতে পেরে আমরা আনন্দিত, প্রথমে অপেক্ষমাণ তালিকা থেকে আগ্রহীদের টিকিট দেয়া হবে।’

আরো জানা যায়, পরবর্তী টেস্ট ফ্লাইট মহাকাশে যাবে আগামী সেপ্টেম্বরে। এতে ক্রু হবেন ইতালিয়ান এয়ার ফোর্সের সদস্যরা। ২০২২ সালে তৃতীয় ত্রৈমাসিকে প্রথম বাণিজ্যিক ফ্লাইট মহাকাশে পাঠানো হবে।

বাণিজ্যিক ফ্লাইটে থাকছে সিঙ্গেল সিট, দম্পতি, বন্ধু অথবা পরিবারের জন্য মাল্টি-সিট। একটি বিশাল স্পেস প্লেন মহাকাশে বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার পরে মাদারশিপ থেকে ক্রুবাহী স্পেসশিপ আলাদা হয়ে যাবে। এরপর এটি রকেট ইঞ্জিন চালু করে পৃথিবী থেকে মহাকাশের ৫০ মাইল উচ্চতায় পৌঁছবে। পৃথিবীর দিকে ফিরে আসার আগে কয়েক মিনিট পর্যটকরা ভরশূন্য অবস্থায় থাকবেন।

বিজ্ঞাপন

এদিকে কেবল ভার্জিন গ্যালাক্টিক নয়। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণ শিল্প গড়ে তুলতে যোগ দিয়েছে বিশ্বের আরো বেশকিছু শীর্ষ প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে আমাজনের মালিক জেফ বেজোস পরিচালিত প্রতিষ্ঠান ব্লু অরিজিন, টেসলা’র এলন মাস্কের স্পেস এক্স।

জুলাইয়ে ভার্জিনের ব্র্যানসন মহাকাশে সফর করার কয়দিন পর একই কায়দায় নিজের রকেটে চড়ে ক্রু নিয়ে মহাকাশে ঘুরে আসেন বেজোসও।

সূত্র: বিবিসি। 

ইমা/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |