জন্ম হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের সময়। জন্মের পরে শিশুর কান্না শুনে পিতা-মাতার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু সবশিশুর জন্ম আনন্দের হয় না। কিছু জন্মের সাথে জড়িয়ে থাকে ভয়, হতাশা, অজানা শঙ্কা।
সিরিয়ার আলেপ্পোতে জন্ম নেয়া শিশুর তেমন একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চিকিৎকরা বাচ্চাটির পা উপরে তুলে উল্টো করে পিঠে আঘাত করছিল। তাকে নিশ্বাস দেয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শিশুটির মলিন চেহারায় জীবনের কোন চিহ্ন দেখা যাচ্ছিল না। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় নিথর দেহে প্রাণের উপস্থিতি টের পাওয়া গেল। অবশেষে সে কাঁদল। আর হাসি ফুটল চিকিৎসকদের মুখে।
শিশুটির মা ‘মায়িশা’ সিরিয়ার আলেপ্পোর বাসিন্দা। প্রসব বেদনার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে যাবার আগেই বিমান হামলার শিকার হন তিনি। গুরুতর আহত মায়িশার হাত এবং পা ভেঙে যায় ।
শঙ্কা দেখা দেয় তার গর্ভে থাকা সন্তানের বেচেঁ থাকার ব্যাপারে। হাসপাতালে নেয়ার পর জন্ম হয় নবজাতকের। কিন্তু ঘটনার ভয়াবহতায় সে নিশ্চুপ। তার বেঁচে থাকা নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। তাদের চেষ্টায় চোখ মেলে তাকাল সে।
তার কান্নার শব্দে হাসি ফুটে সবার মুখে।
জুলাই মাসে ধারণ করা এ ভিটিওটি আলেপ্পো শহরের বাসিন্দাদের করুণ অবস্থার প্রতিচ্ছবি। যুক্তরাজ্যের চ্যানেল-৪ নিউজ প্রথম এ ভিডিওটি প্রকাশ করে বলে জানা গেছে।
এপি