আজীবন ক্ষমতায় থাকতে ক্ষমতাসীনরা বিএনপির নেতা-কর্মীদের গুম করছে। এসব গুম খুনের জন্য র্যাব পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা জড়িত। একদিন না একদিন তাদের বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে দলের নিখোঁজ নেতা-কর্মীদের স্বজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, গুম খুনে জড়িতদের কোনো দিন ক্ষমা করা হবে না। এসব গুপ্তহত্যাকারীর কেউ কোনোদিনই রেহাই পাবে না। স্বজন হারানোর ব্যাথা আমি বুঝি। আপনারা দেখেছেন আমিও সন্তান হারিয়েছি।
তিনি বলেন, এর আগেও তারা এসব করেছিল, কিন্তু এরকম হয়নি। এবার ক্ষমতায় এসে যা করেছে, তা অবর্ণনীয় ও অকল্পনীয়। শিগগিরই দুনিয়াতেই যেন তাদের বিচার হয়, মানুষ যেন তা দেখতে পায়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, তারা ভেবেছে যে বিএনপিকে শেষ করতে হলে এসব ভালো ছেলেকে শেষ করতে হবে। তাহলে বিএনপি দুর্বল হবে। সে জন্য তারা এসব করেছিল ক্ষমতায় আসার পর থেকেই।
বিএনপি চেয়ারপারসন বলেন, আমি আশা করছি যে জালিম ও অত্যাচারী সরকার বিদায় হলে নিখোঁজ পাওয়া যাবে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকেও ধরে নিয়ে গিয়েছিল, ক’ মাস পর তাকে বাড়ির কাছে ফেলে দিয়ে গেছে। এরকম আরেকজন হলো খোকন।
নিখোঁজ নেতা-কর্মীদের পরিবারের উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যারা হারিয়ে গেছে, তারা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও ছেলে। তাদের স্নেহ করতাম, ওরা দলের জন্য অনেক কষ্ট করেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাড়ে তিন মাস নিখোঁজ থাকার পর সন্ধান পাওয়া ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
ইফতারে বিএনপির চৌধুরী আলমসহ দলের নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার নেতা-কর্মীদের ৪৭টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি ঈদ উপলক্ষে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
কে/ এমকে