বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দু’বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আট্টাকী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার আট্টাকী গ্রামের মো. ইলিয়াস হোসেনের মেয়ে নুসরাত (৩) ও একই গ্রামের রুবেল শেখের মেয়ে রুবাইয়াৎ (৪)। এরা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
নুসরাতের বাবা হোটেল মালিক ইলিয়াস হোসেন জানান, নুসরাত ও রুবাইয়াৎ বাড়ির উঠানে খেলছিল। সবার অলক্ষ্যে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে তাদের আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফকিরহাট থানার ওসি মো. বজলুর রহমান বলেন, পরিবারের অসাবধানতার কারণে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।
এসএস