এবার কুষ্টিয়ায় রান্নাঘরে পাওয়া গেলো গোখরা সাপ। একটা নয়, দুইটা নয়, ২৭টি বাচ্চা আর তাদের মা, সবমিলিয়ে ২৮টি গোখরা সাপ! বাচ্চা গোখরাগুলো মেরে ফেলা হয়েছে। তবে জীবিত রয়েছে মা সাপটি।
সোমবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমলা সদরপুর স্কুল পাড়ার নাজমুল ইসলাম লিটনের বাড়িতে এসব সাপ পাওয়া যায়।
নাজমুল ইসলাম লিটন জানান, প্রথমে দু’টি বাচ্চা গোখরা সাপ রান্নাঘরের বাইরে দেখা যায়। পরে রান্নাঘরের ভেতরে আরো দু’টি বাচ্চা দেখা যায়।
তিনি জানান, পরে রান্নাঘরের মাটি খুঁড়ে একে একে ২৭টি বাচ্চা পাওয়া যায়। খবর দেয়া হয় স্থানীয় সাপুড়ে ফিরোজকে। তিনি এসে মাটি খুঁড়ে মা সাপটিকে জীবিত ধরেন।
সাপুড়ে ফিরোজ জানান, তিনি আসার আগেই বাচ্চাগুলো মেরে ফেলা হয়। মা সাপটিকে অবশ্য তিনি জীবিত ধরতে পেরেছেন।
একসঙ্গে এত গোখরা সাপ দেখতে এলাকাবাসী ভিড় করেছেন নাজমুল ইসলাম লিটনের বাড়িতে।
এর আগে গেলো বৃহস্পতিবার রাজশাহীর তানোর পৌরসভার ভদ্রখণ্ডের কৃষক আক্কাস আলীর রান্নাঘরে পাওয়া যায় ১২৫টি গোখরা সাপ।
তার আগে গেলো মঙ্গলবার রাজশাহী মহানগরীর বুধপাড়া মহল্লায় মাজদার আলীর শোয়ার ঘরে মারা হয় ২৭টি গোখরা সাপ।
কে/জেএইচ