ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

এবার সাইকেলে চ্যাটজিপিটি, চুরি আটকাবে ফিঙ্গারপ্রিন্ট লক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ , ১১:৩৬ এএম


loading/img

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটজিপিটি এবার ইলেকট্রিক সাইকেলে যুক্ত হলো। এই সাইকেল চালানোর সময় চ্যাটবটের সহায়তা নেওয়া যাবে। এটাই বিশ্বের প্রথম প্রথম ইলেকট্রিক সাইকেল যেখানে মিলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

বিজ্ঞাপন

এই সাইকেল এনেছে আরটোপিয়া নামের একটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। সাইকেলটি ফুল চার্জ দিলেই লম্বা পথ পাড়ি দেওয়া যাবে।

এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলছে আলোচিত চ্যাটজিপিটি। ইলেকট্রিক এই সাইকেলে আপনি পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক। যা সাধারণ মোবাইলে পেয়ে থাকি আমরা।

বিজ্ঞাপন

দুচাকার ইলেকট্রিক সাইকেলটি বিপ্লব শুরু করতে চলেছে। এখানে প্রশ্ন উঠতে পারে সাইকেলে চ্যাটজিপিটি কীভাবে কাজ করবে? তাহলে বলে রাখি এই সাইকেলের টেস্ট করে দেখেছে সংস্থা। তারা জানাচ্ছে, সাইকেলে একটি বাটন রয়েছে যা চাপলেই চ্যাটজিপিটি অ্যাক্টিভ হয়ে যাবে।

এই চ্যাটবটের মাধ্যমে ইলেকট্রিক সাইকেলের নানান তথ্য জেনে নিতে পারবেন। পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের কী কী সুবিধা রয়েছে তাও বলতে সক্ষম এই চ্যাটবট। ওপেনএআই নামক একটি সংস্থা বানিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটি।

সাইকেল চালাতে চালাতেই হার্ট রেট, রিয়েল টাইম আপডেট, কত দূরত্ব কভার করা হয়েছে, ক্যালোরি, ফিটনেস গোল ইত্যাদি সেট করতে পারবেন।

বিজ্ঞাপন

ভয়েস অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি সাইকেলে রয়েছে একটি ডিসপ্লে। যেখানে মিলবে জিপিএস অর্থাৎ নেভিগেশনের সুবিধা। এই সাইকেলের নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই চ্যাটবটকেই সাইকেলের সম্পর্কে একাধিক প্রশ্ন করতে পারেন। যেমন ফ্ল্যাট টায়ার কীভাবে পরিবর্তন করবেন? অথবা নিকটবর্তী দোকানে নিয়ে চলো যেখানে এই কাজ করা হয়।

বিজ্ঞাপন

সাইকেল ছাড়াও আপনি যা খুশি প্রশ্ন করতে পারেন এই ইলেকট্রিক সাইকেলে। আমরা সকলেই জানিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়ায় সাড়া ফেলেছে চ্যাটজিপিটি। স্মার্টফোন, ডেস্কটপ এমনকি চার চাকাতে যোগ হলেও সাইকেলে আজ পর্যন্ত কেউ এই পরীক্ষা করে দেখেনি। তাই বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসাবে এমন উদ্ভাবন করল আরটোপিয়া।

এই ইলেকট্রিক সাইকেলে আরও অনেক কানেক্টিভিটি ফিচার্স রয়েছে। যেখানে আপনি আপনার তথ্য সেভ করে রাখতে পারবেন। এতে অ্যাপল হেলথও কানেক্ট করা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সাইকেলটি নিরাপদ রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট লকও করে রাখতে পারবেন। যাতে কেউ এটির অ্যাক্সেস না পায়।

অনেকের মতে, সাইকেলে এমন আধুনিক সুবিধা এই প্রথম। আশা করা হচ্ছে, ছক ভেঙে বর্তমান সাইকেলগুলোর তুলনায় আলাদা কিছু অফার করতে পারে এই সাইকেলটি। চলতি বছরেই লঞ্চ হতে পারে এই সাইকেল। তখন এটির দাম জানা যেতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |