সুদিন বইছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ব্যবসায়। সদ্য শেষ হওয়া প্রান্তিকে ব্যাপক মুনাফা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
টেসলা জানায়, সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে মোট ২৪ হাজার ৫০০টি গাড়ি বিক্রি হয়েছে তাদের। যা দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৭০ শতাংশ এবং ২০১৫ সালের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।
পাশাপাশি ২০১৬ সালের দ্বিতীয়ার্ধে গাড়ি উৎপাদন লক্ষ্যমাত্রা ৫০ হাজার নির্ধারণ করার বিষয়টিও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চালকবিহীন গাড়ি তৈরি নিয়ে কাজ করছে টেসলা। তবে প্রতিষ্ঠানটির স্বংক্রিয় গাড়ির অটোপাইলট সিস্টেমে ত্রুটির কারণে কয়েকটি দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা। অথচ এর মাঝেও বিশ্ব গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করেছে প্রতিষ্ঠানটি।
ডিএইচ/ এস