হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২০ পিএম


হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।

বিজ্ঞাপন

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। ফলে ব্যবহারকারীদের মেসেজিংয়ে অভিজ্ঞতা উন্নত হবে। জানুন ফিচারটি সম্পর্কে। 

হোয়াটসঅ্যাপে এখন মেটা এআই চ্যাটবট রয়েছে। ইউজারের প্রশ্নের উত্তর দেওয় থেকে শুরু করে ছবি তৈরি করা, বেড়ানোর পরিকল্পনা ইত্যাদি অনায়াসে করতে পারে। তবে খুব শিগগিরই হোয়াটসঅ্যাপে একটা নতুন ট্যাব আসতে চলেছে। এতে বাজারের সব জনপ্রিয় এআই ফিচার এবং চ্যাটবট থাকবে।

বিজ্ঞাপন

মেটা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে খুব কৌশলীভাবে কাজে লাগাচ্ছে। ব্যবহারের পরিধি ধীরে ধীরে বাড়াচ্ছে। হোয়াটসঅ্যাপে নতুন ট্যাব আনাও সেই কৌশলেরই অংশ। ভবিষ্যতে আরও নতুন নতুন ইন্টিগ্রেশন আসবে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বাড়বে। সঙ্গে ব্যবহারের সুযোগও।

হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড ভার্সনে নতুন এআই ট্যাব নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। এখনও বিটা ভার্সনে পৌঁছায়নি। ফলে ইউজাররা এখনই ব্যবহার করতে পারছেন না। তবে হোয়াটস বেটা ইনফো জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বিটা ভার্সনেও নতুন এআই ট্যাব চলে আসবে।

বিটা ভার্সনে নতুন এআই ট্যাব আসার পর হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এটা সবার জন্য খুলে দেবে। প্রথমে কয়েকজন ইউজারের জন্য চালু করা হবে। যাতে ভুলত্রুটি থাকলে চিহ্নিত করা যায়। পারফরম্যান্স কেমন, বোঝা যায়। তারপর সমস্ত ইউজাররাই এটা ব্যবহার করতে পারবেন। তবে কবে? তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

আসলে হোয়াটসঅ্যাপ এখন আর নিছক মেসেজিং প্ল্যাটফর্ম নয়, বরং ধীরে ধীরে এআই চ্যাটবট এবং অন্যান্য নতুন ফিচারের প্ল্যাটফর্ম হয়ে উঠছে। থার্ড পার্টি ডেভেলপাররাও এখানে কাজ করতে পারবেন। টিপস্টারের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এআই ট্যাবের জন্য ওয়েলকাম স্ক্রিন পরীক্ষা করছে। এটাই ইউজারকে জানিয়ে দেবে, অ্যাপে নতুন ফিচার চলে এসেছে।

টেক বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, মেটা এআই-এর জন্য ভয়েস মোড নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। তবে কোনও কারণে এই আপডেট এখনও আসেনি বা দেরি হচ্ছে। যাই হোক, মেটার কাছে মেটা এআই-এর গুরুত্ব অপরিসীম। কারণ এটাই তাদের এআই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে চলেছে।

অন্যান্য এআই-এর মতো মেটা এআই-ও প্রম্পট অনুযায়ী কাজ করে। ছবি তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি কাজ পারে। তবে এতে লামা ৩ মডেল ব্যবহার করে চ্যাটজিপিটি ৪ জিরো ও ডিপসিক আর১ সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে জুকেরবার্গের সংস্থা।

খুব সম্ভবত আগামী মাসগুলোতে মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ফিচার যোগ করবে। ইউজার সহজেই এই সমস্ত টুল ব্যবহার করতে পারবেন, কোনও দামি হার্ডওয়্যার লাগবে না।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission