নতুন পদক্ষেপ নিচ্ছে ইনস্টাগ্রাম

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ০২:২৪ পিএম


নতুন পদক্ষেপ নিচ্ছে ইনস্টাগ্রাম
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। তবে যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই সুযোগকে কাজে লাগিয়ে টিকটকের বিকল্প হিসেবে ইনস্টাগ্রামের ‘রিলস’ ফিচারকে স্বতন্ত্র অ্যাপ হিসেবে আনার পরিকল্পনা করছে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড।

বিজ্ঞাপন

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি কর্মীদের সঙ্গে আলোচনায় রিলসকে আলাদা অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। যদিও এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

মার্কিন কংগ্রে ২০২৪ সালে একটি আইন পাস করে, যেখানে বলা হয়, চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের জন্য ৭৫ দিনের অতিরিক্ত সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তিনি এমন এক মডেলের কথা বলেছেন, যেখানে টিকটকের মালিকানার অর্ধেক থাকবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে, আর বাকি অংশ থাকবে বাইটড্যান্সের হাতে। তবে কীভাবে এই মডেল বাস্তবায়ন করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।
 
অন্যদিকে, ভিডিও এডিটিং টুলেও নতুনত্ব আনতে চাইছে মেটা। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘এডিটস’ নামে একটি ভিডিও এডিটিং অ্যাপের ঘোষণা দিয়েছে, যা টিকটকের মালিকানাধীন জনপ্রিয় এডিটিং অ্যাপ ‘ক্যাপকাট’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, ২০১৮ সালে টিকটকের প্রতিযোগী হিসেবে ‘ল্যাসো’ নামে একটি অ্যাপ চালু করেছিল মেটা, তবে সেটি জনপ্রিয়তা পায়নি এবং পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। এবার রিলসকে স্বতন্ত্র অ্যাপ হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে, মেটা কি সফল হবে? সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission