গুগলের ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এই ফিচার চালুর মূল উদ্দেশ্য হল প্রিমিয়াম সাবস্ক্রিপশন আরও আকর্ষণীয় করে তোলা, যাতে বেশি সংখ্যক ইউজার প্রিমিয়াম প্ল্যান নেন।
নতুন ফিচারের নাম রেকমেনডেড ভিডিও। যা অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। ইউর কিউ (Your Queue) সেকশনে এই ফিচার রয়েছে। এর সাহায্যে ইউজাররা সহজেই পছন্দের ভিডিও খুঁজে পাবেন।
ইউজার আগে যে সব কনটেন্ট দেখেছেন, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে ইউটিউব। ফলে নতুন ভিডিও খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে হবে না। দেখা যাবে আরও মসৃণভাবে।
নতুন ফিচার যেভাবে কাজ করবে
ইউটিউব প্রিমিয়ামের নতুন ফিচার কীভাবে কাজ করবে? সাধারণত, ইউজারের কিউতে থাকা ভিডিওগুলোর সঙ্গে তাদের ওয়াচলিস্টের সরাসরি মিল থাকে না। তবে এই নতুন ফিচার নিশ্চিত করবে যে, ইউজারের দেখার অভ্যাস অনুযায়ী যাতে উপযুক্ত ভিডিও সাজেস্ট করা যায়।
কীভাবে এটি ব্যবহার করবেন ইউজাররা
প্রথমে যেকোনও ভিডিও নির্বাচন করে অ্যাড টু কিউ (Add to queue) অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউটিউব অ্যাপে খুলতে হবে ইউর কিউ। কিউতে থাকা ভিডিওগুলোর মাঝে ইউটিউবের সাজেস্ট করা নতুন ভিডিও দেখা যাবে।
ইউজারকে কী করতে হবে
ভিডিও দেখার জন্য শুধু একটা ক্লিক করতে হবে। সুপারিশ করা ভিডিওতে ক্লিক করলেই সেটি চালু হয়ে যাবে। তবে কিউতে যোগ করতেও হবে। সুপারিশ করা ভিডিওর পাশে থাকা তিনটি ডট (⋮)-এ ক্লিক করে সেটিকে কিউয়ের শুরু বা শেষে রাখতে পারবেন ইউজার।
আরটিভি/এএ