বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। প্রতিদিনই ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে ভিড় করে অচেনা-অপরিচিত মানুষের বার্তা। অনেক সময় তা বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। তবে আপনার হাতে রয়েছে এই সমস্যার সহজ সমাধান। আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন, কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে যাবে মেসেজ রিকোয়েস্টে বা একেবারেই আসবে না।
চলুন জেনে নেয়া যাক কীভাবে খুব সহজে মেসেঞ্জার অ্যাপে বার্তা গ্রহণের নিয়ন্ত্রণ নেবেন নিজের হাতে—
ধাপে ধাপে নিয়ন্ত্রণ পদ্ধতি:
১. প্রথমে স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের ডান পাশে থাকা ‘মেনু’ আইকনে ট্যাপ করুন।
৩. এবার ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৪. স্ক্রল করে নিচে গিয়ে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশনে প্রবেশ করুন।
৫. এরপর ‘হু ক্যান রিচ ইউ’ বিভাগের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে যান।
এখানে আপনি তিনটি ক্যাটাগরিতে আলাদা আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা পাবেন—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস: এ অপশন থেকে আপনি নির্ধারণ করতে পারবেন, মিউচুয়াল ফেসবুক বন্ধুদের মেসেজ আপনি ইনবক্সে পেতে চান, রিকোয়েস্টে রাখতে চান নাকি একেবারে বন্ধ করে দিতে চান। ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ বেছে নিলে, এমনকি মিউচুয়াল বন্ধুরাও আপনাকে মেসেজ পাঠাতে পারবে না।
পিপল অন ইউর ফেসবুক গ্রুপস: আপনি যেসব ফেসবুক গ্রুপে সদস্য, সেই গ্রুপের সদস্যরা আপনার বন্ধু না হলেও আপনাকে মেসেজ পাঠাতে পারেন। এখানেও আপনি চাইলে বার্তাগুলো সরাসরি চ্যাটে, মেসেজ রিকোয়েস্টে পাঠাতে বা একেবারে বন্ধ রাখতে পারেন।
আদার্স অন মেসেঞ্জার: এ বিভাগে রয়েছে এমন সব ব্যবহারকারী, যারা আপনার ফেসবুক বন্ধু নন, কোনো গ্রুপ বা ইনস্টাগ্রাম কানেকশনের সাথেও যুক্ত নন। এই ধরনের সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের বার্তা বন্ধ রাখতে এই সেকশনে গিয়ে ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ নির্বাচন করুন।
এই সহজ সেটিংসগুলো ঠিকঠাক করে নিলেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন মেসেঞ্জার, নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন কারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আরটিভি/এএ/এআর