ঢাকারোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সাইবার সুরক্ষা আইন নিয়ে যে তথ্য দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 

আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ১২:০৪ পিএম


loading/img
ফয়েজ আহমেদ তৈয়্যব (ফাইল ছবি)

সাইবার সুরক্ষা আইন নিয়ে নতুন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমেদ বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বক্তব্য রাখেন। 

তিনি বলেন, গ্রাহক স্বার্থে ইন্টারনেটের দাম আরও কমানো উচিত। সেবাদাতাদের ইন্টারনেটের দাম জনগণের নাগালে নিয়ে আসার আহ্বান জানাই।

আসিফ মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেনস্তা করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ঘোষিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। বিশ্বজুড়ে উদযাপিত দিবসটির মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রবেশাধিকার, নীতিমালা এবং সার্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |