ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ গোপন রাখার সহজ উপায়

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১২:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সবার সঙ্গে সব কিছু ভাগাভাগি করতে না চাইলে ইনস্টাগ্রামের ‘Hide Story and Live’ ফিচারটি আপনার জন্য উপকারী। নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে আপনি সহজেই আপনার স্টোরি ও লাইভ লুকাতে পারেন। 

বিজ্ঞাপন

যেভাবে করবেন—

ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের অ্যাকাউন্টে লগইন করুন। নিচে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

বিজ্ঞাপন

প্রোফাইল ওপেন হলে ওপরের ডান কোণের ≡ (মেনু) বাটনে চাপ দিন।

Settings and privacy অপশনে প্রবেশ করুন। স্ক্রল করে নিচে গিয়ে ‘Hide story and live’ অপশনটি সিলেক্ট করুন। এরপর ‘Hide story and live from’-এ ট্যাপ করুন।

আপনার ফলোয়ারদের তালিকা থেকে যাদের গোপন রাখতে চান, তাদের নাম সিলেক্ট করুন। শেষে ‘Done’ চাপ দিন।

বিজ্ঞাপন

এতে করে নির্ধারিত ব্যক্তিরা আর আপনার স্টোরি বা লাইভ দেখতে পারবেন না। প্রয়োজনে আপনি পরে তালিকাটি পরিবর্তনও করতে পারবেন।  

বিজ্ঞাপন

এই ফিচার আপনার অনলাইন গোপনীয়তা বজায় রাখতে কার্যকর সহায়ক।

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |