ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গুগল পে সেবার সুবিধা-অসুবিধা জানুন

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:০০ এএম


loading/img
Google Pay

বাংলাদেশের ডিজিটাল লেনদেনের জগতে নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা অধিকাংশ মানুষের কাছে গুগল-পে (Google Pay) নামে পরিচিত। লেনদেনের জন্য ঠিক কার্ডের মতো পস মেশিনে ফোনটি ছুঁয়ে দিলেই চলবে, কোড স্ক্যান বা নম্বর টাইপ করার প্রয়োজন নেই। আলাদা করে কার্ড বহনেরও ঝামেলা নেই। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন। 

বিজ্ঞাপন

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিমান টিকিট, শপিং, সিনেমা, রেস্টুরেন্ট ও দৈনন্দিন লেনদেন সহজেই সারতে পারবেন ফোনের মাধ্যমে। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির প্রসারে বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন


গুগল-পে কীভাবে কাজ করে?


গুগল পে মূলত একটি মোবাইল পেমেন্ট এবং ডিজিটাল ওয়ালেট পরিষেবা, যা গুগল দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা তাদের ব্যাংক কার্ড গুগল পে অ্যাপে সংযুক্ত করে স্মার্টফোনের মাধ্যমে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। এটি পেমেন্টের সময় কার্ডের মূল তথ্য ব্যবহার না করে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।

বিজ্ঞাপন

গুগল পে-র সুবিধাগুলো

কার্ডবিহীন লেনদেন : স্মার্টফোনই ডিজিটাল মানিব্যাগ
কন্টাক্টলেস পেমেন্ট : ফোন ছুঁয়ে সহজেই পেমেন্ট
আন্তর্জাতিক লেনদেন : ফ্রিল্যান্সার বা রেমিট্যান্স গ্রহীতাদের জন্য বড় সুবিধা
একাধিক কার্ড সংযোজন : মেট্রো পাস, পরিচয়পত্র, টিকিটও সংরক্ষণযোগ্য
স্মার্ট ওয়াচেও ব্যবহারযোগ্য

আরও পড়ুন

গুগল পে-র অসুবিধাগুলো:-


সম্ভাব্য সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ
শুরুতে সীমিত ব্যাংক সমর্থন
স্মার্টফোন চুরি বা হারিয়ে গেলে ঝুঁকি
এনএফসি টার্মিনালের ঘাটতি, বিশেষ করে গ্রামীণ এলাকায়
আন্তর্জাতিক লেনদেনে ব্যাংকভেদে ফি ১-৩% পর্যন্ত হতে পারে

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, গুগল পে চালু হওয়া নোটবিহীন অর্থনীতির দিকে বড় পদক্ষেপ। বর্তমানে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিন্যান্স সেবার পাশাপাশি এই আধুনিক প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশের আর্থিক লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে সমন্বিত হবে।

আরটিভি/এসআরএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |