অনলাইনে নানা জটিল আর্টিকেল বা তথ্যপত্র পড়তে গিয়ে শব্দজটে হোঁচট খান? এমন অভিজ্ঞতা কমবেশি সবারই হয়। এই সমস্যা দূর করতে গুগল এনেছে নতুন এক ফিচার—‘Simplify’।
গল্পের মতো সহজ ভাষায়
‘Simplify’ ফিচারটি গুগলের নিজস্ব এআই টুল জেমিনি (Gemini) ব্যবহার করে যেকোনো জটিল অনলাইন লেখাকে সহজ ও বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারবে। এটি তথ্যের সারাংশ নয়, বরং মূল বক্তব্যকে ঠিক রেখে লেখার জটিলতা দূর করবে—একেবারে গল্পের মতো।
কার জন্য কার্যকর
ছাত্র, গবেষক, চাকরিজীবী কিংবা সাধারণ পাঠক—যে কেউ উপকৃত হবেন এই ফিচার থেকে। বৈজ্ঞানিক প্রবন্ধ, প্রশাসনিক নথি বা প্রযুক্তিগত ভাষায় লেখা রিপোর্টকেও সহজ করে উপস্থাপন করবে এই টুল।
চালু হয়েছে আইওএস-এ
বর্তমানে শুধুমাত্র আইওএস ডিভাইসের জন্য চালু করা হয়েছে ফিচারটি। তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েডসহ আরও প্ল্যাটফর্মে আসবে বলেই আশা।
অনলাইন তথ্য বোঝার নতুন চাবিকাঠি
অনেকেই ইন্টারনেটে গুরুত্বপূর্ণ কোনো আর্টিকেল পড়তে গিয়ে হতাশ হন। কারণ লেখার ভাষা এতটাই জটিল যে তা বোঝা কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থী, পেশাজীবী কিংবা সাধারণ পাঠক সবার জন্যই এটি এক বিশাল চ্যালেঞ্জ।
গুগল ঠিক এখানেই এনেছে এক অভিনব সমাধান। ‘Simplify’ মূলত এমন একটি ফিচার যা অনলাইনে পাওয়া যেকোনো জটিল লেখা বা আর্টিকেলকে সহজ করে উপস্থাপন করবে। যেমন: বৈজ্ঞানিক লেখা, প্রশাসনিক ডকুমেন্ট কিংবা প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনের মতো কনটেন্টগুলোকেও সরল ভাষায় রূপান্তর করবে এই টুল।
iOS-এ সীমিত চালু
বর্তমানে শুধুমাত্র iPhone ও iPad ব্যবহারকারীরা গুগলের অ্যাপে এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এটি কেবল পরীক্ষামূলক পর্যায়ে চালু করা হয়েছে। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড বা অন্যান্য প্ল্যাটফর্মেও এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ব্যবহার একেবারে সহজ
গুগল অ্যাপে কোনো জটিল অনলাইন লেখা পড়ার সময় যেকোনো অংশ নির্বাচন করুন। ‘Simplify’ বাটন সক্রিয় করুন, গুগলের Gemini AI সেই লেখাকে সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করবে। এই পুরো প্রক্রিয়ায় কোনো অ্যাডঅন বা আলাদা অ্যাপ প্রয়োজন নেই। শুধু গুগল অ্যাপ থাকলেই চলবে।
এই ফিচার কেন আলাদা
অন্যান্য সাধারণ সারাংশ তৈরি করা টুলের মতো নয় ‘Simplify’। এটি তথ্যের মূল বক্তব্য ধরে রেখে ভাষাগত জটিলতা সরিয়ে দেয়। ফলে আপনি শুধু ‘কী লেখা হয়েছে’ তাই নয়, ‘কেন লেখা হয়েছে’ সেটিও সহজে বুঝতে পারবেন। বিশেষ করে যারা জার্গনভিত্তিক লেখা পড়তে গিয়ে হিমশিম খেয়ে থাকেন তাদের জন্য এটি কার্যকর একটি টুল হতে পারে।
এই বিসষয়ে গুগল জানিয়েছে, ভবিষ্যতে এই ফিচারটি অ্যান্ড্রয়েড, ডেস্কটপ এবং অন্যান্য প্ল্যাটফর্মেও চালু করা হবে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই ধাপে ধাপে এর পরিসর বাড়ানো হবে।
আরটিভি/এসকে/এআর