ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা হৃদরোগে আক্রান্ত হয়ে এখন লাইফ সাপোর্টে। রোববার বিকেল ৫টায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। চেন্নাই’র অ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তাকে পর্যবেক্ষণ করছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া হচ্ছে।
টুইটারে তার স্বাস্থ্য পরিস্থিতির আপডেট জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী।
টুইটারে দেয়া এক পোস্টে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিরীক্ষা করছে। তাকে সুস্থ করে তোলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
এপি/এসজেড