চুরি করতে এসে ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় ঝর্না আখতার (৩০) নামে গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে একদল চোর।
বিজ্ঞাপন
রোববার রাতে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্না ওই গ্রামের ছমির মুন্সি হাটের প্রবাসী ওয়ালী উল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, গভীর রাতে একদল চোর চুরি করতে ঘরে ঢোকে। এ সময় ঝর্না চিৎকার করতে গেলে তাকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
দাগনভূঞাঁ থানার ওসি আসলাম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএস